স্টেপ-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলা ট্রিবিউন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির আয়োজনে ও স্টেপ ফুটওয়্যারের পৃষ্ঠপোষকতায় গণমাধ্যমকর্মীদের এই ক্রিকেট টুর্নামেন্টে বাংলা ট্রিবিউন ৪০ রানে হারিয়েছে নিউজ-২৪ কে।
প্রথমে ব্যাট করে বাংলা ট্রিবিউন ৪ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে। সর্বোচ্চ রান আসে আবুল হোসেনের ব্যাট থেকে। ৭ ছক্কায় তিনি ৪৮ রানের ইনিংস খেলেন। এছাড়া আতিকুর ৮ এবং আকাশ ১৬ রানের ইনিংস খেলেন।
জবাবে ৪ উইকেটে ৫০ রান করেছে নিউজ-২৪। বাংলা ট্রিবিউনের হয়ে আবুল হোসেন ২টি এবং আকাশ একটি উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন বাংলা ট্রিবিউনের আবুল হোসেন।