X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হকি ফেডারেশনের সিদ্ধান্তে মোহামেডান চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ১৮:৫৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৮:৫৫

প্রিমিয়ার হকি লিগের শিরোপা উঠেছে মোহামেডানের ঘরে প্রিমিয়ার হকি লিগের ভাগ্য ঝুলেছিল অনেক দিন। কার হাতে শিরোপা উঠবে তা নিয়ে দড়ি টানাটানি কম হয়নি। কিন্তু সমাধান হয়নি সমস্যার। অবশেষে প্রায় পাঁচ মাস পর হকি ফেডারেশনের নির্বাহী কমিটি চ্যাম্পিয়ন ঘোষণা করেছে মোহামেডানকে।

গত ৭ জুন সুপার ফাইভের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান ও মেরিনার্স। সেদিন মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ড্র করলেই শিরোপা জিততো মোহামেডান। কিন্তু ৪৪ মিনিট পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় খেলা শেষ হয়নি। ম্যাচে তখন ১-১ সমতা ছিল। ম্যাচটা ড্র ধরে নিয়ে মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে হকি ফেডারেশন। রানার্স-আপ হয়েছে আবাহনী, তৃতীয় মেরিনার্স। তিন দলের পয়েন্ট ৪০, ৩৯ ও ৩৭।

মঙ্গলবার নির্বাহী কমিটির সভা শেষে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সেদিন ম্যাচটা শেষ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুই দলের কারণে শেষ করা সম্ভব হয়নি। তাই ম্যাচের ফল ১-১ ধরে পয়েন্ট টেবিল করা হয়েছে। টেবিল অনুযায়ী মোহামেডান চ্যাম্পিয়ন, আবাহনী রানার্স-আপ ও মেরিনার্স তৃতীয় হয়েছে। সেদিন যারা ম্যাচ শেষ হতে দেননি, তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। তাদের জরিমানা সহ কঠিন শাস্তি হতে পারে। এ বিষয়ে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবে।’

সেই ম্যাচের প্রথমার্ধে ভারতীয় খেলোয়াড় গুরজিন্দার সিংয়ের গোলে এগিয়েছিল মোহামেডান। ৪৪ মিনিটে মেরিনার্সের সমতাসূচক গোলকে কেন্দ্র করে বাধে গণ্ডগোল। রেজাউল করিম বাবুর লং বল থেকে শফিউল আলম শিশির ফ্লিক করে গোল করেন, গোলের বাঁশিও বাজান আম্পায়ার। কিন্তু শিশিরের স্টিকে বল লাগেনি দাবি করে রিভিউ নেয় মোহামেডান। এরপর দুই পক্ষের তর্ক-বিতর্কের মাঝে মাঠ ছেড়ে চলে যান দুই বিদেশি আম্পায়ার।

অবশ্য কিছুক্ষণ পরই কর্মকর্তাদের অনুরোধে মাঠে ফিরে আসেন তারা। অনেক দেন-দরবারের পর মেরিনার্সের পক্ষে আবার গোলের বাঁশি বাজে। এরপর দুই দলকে ওয়ার্ম-আপ করার জন্য ১০ মিনিট সময় দেন আম্পায়াররা। এ সময় মোহামেডান ফের গোল বাতিলের দাবি জানালে আবার বাধে গোলমাল। ১৮ মিনিট পেরিয়ে যাওয়ায় মেরিনার্স আর খেলতে রাজি হয়নি। প্রায় দেড় ঘণ্টা টানাপোড়েনের পর দুই আম্পায়ার আবার মাঠ ছেড়ে চলে যান। এরপর আর খেলা হয়নি, তাই শিরোপা নির্ধারণও হতে পারেনি। অবশেষে অনেক জল ঘোলা হয়ে শিরোপা উঠলো মোহামেডানের ঘরে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া