X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরতে পারি: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ১৪:০৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৭:০৮

সাকিব আল হাসান। গতকালই শোনা গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব আল হাসানের ফেরার খবর। বুধবার টেস্ট অধিনায়কও জানালেন সেই সম্ভাবনার কথা। তবে এমন ফেরা আটকে আছে যদি-কিন্তুর মাঝে। মিরপুর স্টেডিয়ামে সাকিব অবশ্য নিশ্চিত তথ্য দিতে পারলেন না পুরোপুরি, ‘মাঠে ফেরার কোন নির্দিষ্ট সময় নেই। যদি ফিরতে পারি তাহলে ভালো লাগবে। এখনই বলা মুশকিল যে আমি খেলবো, কিন্তু এই নিশ্চয়তা আসলে নেই। যেভাবে উন্নতি হচ্ছে, তাতে বলা যায় সম্ভাবনা আছে।’

শারীরিক অবস্থার উন্নতিতে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার পক্ষে সাকিব। সেই লক্ষ্যে ফিজিওর সঙ্গেও বিশাল আলোচনা সেরে রেখেছেন। তাই ফেরার সম্ভাবনার কথাটি উচ্চারণ করলেও সাকিব কোন সময় বেঁধে দিতে রাজি নন, ‘ফিজিওর সঙ্গে আলোচনা করেছি যে আমরা কোন সময় বেঁধে দেবো না। যখনই স্বস্তি বোধ করবো, ট্রেনিং শুরু করব হয়তো কিছুদিন পর থেকেই। সামনের সপ্তাহ থেকে স্ট্রেন্থ ট্রেনিং শুরু করতে হবে। এরপর যখন উন্নতি হতে থাকবে, ধারাবাহিকভাবে  যখন দেখব যে সব দিক থেকেই খেলার ক্ষেত্রে আমার কোন সমস্যা হচ্ছে না, তখনই আসলে খেলার কথা চিন্তা করব। তার আগ পর্যন্ত আমিও খেলতে চাইব না, সেও আমাকে দিবে না।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরু থেকে তাকে পাওয়া যাবে কিনা তা নির্ভর করছে সাকিবের শতভাগ ফিটনেসের ওপর। তাই সফরের কোন অংশে ফিরবেন এ নিয়ে রয়ে গেছে সংশয়, ‘আসলে আমরা কেউই সময় বেঁধে দিতে পারছি না। এমনও হতে পারে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট থেকে খেলতে পারি, দ্বিতীয় টেস্টেও খেলতে পারি। হতে পারে ওয়ানডে পর্যন্ত নাও খেলতে পারি। তবে আমি আবারো বলছি, উন্নতি যেভাবে হচ্ছে সেই অনুযায়ী খুব বেশি সময় লাগার কথা না। আর এটাই সর্বোচ্চ চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি শতভাগ ফিট অবস্থায় খেলতে পারা যায়।’

ঘরোয়া সিরিজে ফিরতে না পারায় সাকিব আরব আমিরাতে খেলতে খুব জোরাজুরি করছিলেন। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে ক্রিকেটের নতুন টুর্নামেন্ট টি-টোয়েন্টি এক্স। ছন্দে ফিরতে পূর্বসতর্কতার অংশ হিসেবে পাঁচ দলের এই প্রতিযোগিতায় খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তি পত্র বা এনওসি চেয়েছিলেন। বিশ্বসেরা অলরাউন্ডারকে শুরুতে এনওসি দিতে চায়নি বিসিবি। তবে শর্ত সাপেক্ষে তাকে এনওসি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাকিব সেই অনুমোদনের পর বিষয়টিকে দেখছেন স্বস্তির খবর হিসেবে, ‘অবশ্যই স্বস্তির। ভালো দিক হচ্ছে যদি ওই সময়ের আগে আগে ফিট হতে পারি, যদি কিছু ম্যাচ খেলতে পারি। একই সঙ্গে ওই ম্যাচ গুলোও যদি খেলতে পারি, তাহলে ভালো প্রস্তুতি হবে। যেহেতু খুব বড় একটা ইনজুরি থেকে এখন সুস্থতার পথে, তো এই খেলাগুলো আমার দরকার।  না খেলার কারণে আমার বেশ বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে। পুরো ছন্দে আসতে আমার এই খেলাগুলো গুরুত্বপূর্ণ।’ 

আগামী ৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে হবে প্রথম টেস্ট। প্রত্যাশিতভাবে সেখানে নেই সাকিব, নেই বাঁহাতি ওপেনার তামিমও। তার পরেও এই টেস্ট সিরিজ কঠিন হবে না বলে মত টেস্ট অধিনায়ক সাকিবের, ‘আমি তো কঠিন হওয়ার কোন সম্ভাবনা দেখি না। আমার মনে হয় না যে ওই রকম কোন সমস্যা হওয়ার কথা। আমাদের টিমটা এখন অনেক বেশি সামর্থ্যবান। জিম্বাবুয়ে বলে তা নয়, সেটা আমরা প্রমাণ করেছি এশিয়া কাপেও। আমরা দুজন ছাড়াই টিম অনেক ভালো করেছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পেয়ে অন্য নারীর প্রেমে পড়লেন স্বামী
স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পেয়ে অন্য নারীর প্রেমে পড়লেন স্বামী
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!