X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিতের রেকর্ডে টি-টোয়েন্টি সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০১৮, ২২:৫৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ২২:৫৫

সেঞ্চুরি উদযাপন করলেন রোহিত রেকর্ড সমৃদ্ধ এক ইনিংস খেলে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ে দারুণ অবদান রাখলেন অধিনায়ক রোহিত শর্মা। লক্ষ্ণৌতে নতুন স্টেডিয়ামে ৭১ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ ওভারের সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেটে ১৯৫ রান করে ভারত। জবাবে ৯ উইকেটে ১২৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ ৬৫ ছয়ের রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজেই নিজের রেকর্ড ভাঙলেন ৭টি ছয় মেরে। এই বছর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার ছয় ৬৯টি। শুধু তাই নয়, ২০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও পঞ্চাশ ছাড়ানো ইনিংসেও সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি।

বিরাট কোহলিকে (১৮) ছাড়িয়ে সর্বোচ্চ ১৯তম বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েন রোহিত। ৩৮তম বলে হাফসেঞ্চুরি করা এই ডানহাতি ব্যাটসম্যান চতুর্থ সেঞ্চুরি করেন ইনিংসের শেষ ওভারে।

অথচ শেষ ওভারে সেঞ্চুরি করতে রোহিতের দরকার ছিল ৮ রান, ছিলেন নন স্ট্রাইকে। পরের বলে লোকেশ রাহুল সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইকে পাঠালেন। বিধ্বংসী শুরুর ধারাবাহিকতা ধরে রেখে টানা দুটি বাউন্ডারিতে রেকর্ড গড়েন ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান। ৫৮ বলে ৮ চার ও ৬ ছয়ে ১০০ পূর্ণ করেন তিনি। তাতে কলিন মুনরোকে (৩) ছাড়িয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হন রোহিত।

মাত্র ৬১ বলে ৮ চার ও ৭ ছয়ে ১১১ রানে অপরাজিত ছিলেন ভারতের অধিনায়ক। তার আগে শিখর ধাওয়ানের সঙ্গে ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৪৩ রানে আউট হন ধাওয়ান। ঋষভ পন্থ মাত্র ৫ রানে বিদায় নিলে লোকেশের সঙ্গে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রোহিত।

লক্ষ্যে নেমে খলিল আহমেদের পেসে শুরুতেই ধাক্কা খায় উইন্ডিজ। তারপর কুলদীপ যাদবের জোড়া আঘাতে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। ৮১ রানে ৭ উইকেট হারায় তারা।

ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল থামান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ও কিমো পল। কিন্তু তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ এই জুটিটি ছিল মাত্র ৩৩ রানের। কিমো ২০ রানে আউট হন। সর্বোচ্চ ২৩ রান করেন ড্যারেন ব্রাভো।

শেষ ওভারে খারি পিয়েরেকে আউট করে ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। দুটি করে পেয়েছেন খলিল, কুলদীপ ও ভুবনেশ্বর কুমার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ