X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৮ রানে হার সালমাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৩:১৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৩:২০

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৮ রানে হার সালমাদের গায়ানায় ৯ নভেম্বর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সালমাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। মূল লড়াইয়ের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ২২ অক্টোবর ক্যারিবিয়ান অঞ্চলে গেছে বাংলাদেশ নারী দল। প্রস্তুতি ম্যাচে সেখানে আয়ারল্যান্ডকে সহজে হারালেও পাকিস্তানের কাছে হেরে গেছে মাত্র ৮ রানে!

দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করা পাকিস্তান ৭ উইকেটে তুলতে পারে ১০৬ রান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি রান স্কোর বোর্ডে জমা করতে পারেনি জাভেরিয়া খানের দল। উল্লেখযোগ্য ইনিংস খেলেন বিসমাহ মারুফ (২২), অধিনায়ক জাভেরিয়া খান (২১) ও নিদা দার (১৯)। ওপেনিংয়ে ১৮ রান করেন আয়েশা জাফর। বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন সালমা খাতুন ও খাদিজাতুল কুবরা। একটি করে নেন রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন।

১০৭ রানের লক্ষ্যে বাংলাদেশের ব্যাটসম্যানরা সমান তালে জবাব দিতে পারেনি। ফারজানা হকের করা সর্বোচ্চ ২৮ রানই ছিলো উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ইনিংস। তার সঙ্গে আর কেউ সেভাবে ভূমিকা রাখতে পারেনি। ফলে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে ৯৮ রান তুলতে পারে সালমা খাতুনের দল। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন আইমান আনওয়ার, সানা মির ও বিসমাহ মারুফ।

ওয়েস্ট ইন্ডিজে ৯ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। আর ২৪ নভেম্বর ফাইনাল। এবারের আসরে অ্যান্টিগা, সেন্ট লুসিয়া ও গায়ানায় সব মিলিয়ে ম্যাচ হবে ২৩টি।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ষষ্ঠ আসরে অংশ নিচ্ছে ১০টি দল। র‌্যাংকিংয়ের সেরা আট দলের সঙ্গে বাছাইপর্ব টপকে যোগ হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এছাড়া অন্য আট দেশ হচ্ছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। 

দুটি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে দেশগুলো। প্রতি গ্রুপ থেকে দুটি করে দেশ সেরা চারে খেলবে। সেখান থেকে জয়ী দুটি দল ফাইনাল খেলবে। টুর্নামেন্টের 'এ' গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে 'বি' গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

৯ নভেম্বর মূল পর্বের উদ্বোধনী দিনে আরও দুইটি ম্যাচ হবে। ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং গায়ানাতে লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। প্রথম ম্যাচটি গায়ানাতে খেললেও গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিনটি সেন্ট লুসিয়াতে-১২, ১৪ ও ১৮ নভেম্বর। এই আসরের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি-

৯ নভেম্বর, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; গায়ানা

১২ নভেম্বর, প্রতিপক্ষ ইংল্যান্ড; সেন্ট লুসিয়া

১৪ নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা; সেন্ট লুসিয়া

১৮ নভেম্বর, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা; সেন্ট লুসিয়া

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা