X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এনামুল জুনিয়রের ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৯:২৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৯:২৬

এনামুল হক জুনিয়র পেয়েছেন ৫ উইকেট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গত কয়েক ম্যাচ খুব একটা ভালো কাটেনি এনামুল হক জুনিয়রের। শেষ রাউন্ডে এসে বল হাতে জ্বলে উঠলেন এই স্পিনার। ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে তৃতীয় দিন শেষে চট্টগ্রামের বিপক্ষে ৭৯ রানের লিড পেয়েছে ঢাকা মেট্রো।

সিলেট-ঢাকা বিভাগ

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪তম ৫ উইকেটের দেখা পেয়েছেন এনামুল। কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়াম একাডেমি মাঠে তার প্রাপ্তির দিনেও স্বস্তিতে নেই সিলেট। প্রথম ইনিংসে ঢাকাকে ৩৪৬ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে সিলেট করেছে ১০২ রান। তৃতীয় দিন শেষে সিলেট পিছিয়ে আছে ৬ রানে।

দ্বিতীয় দিনে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন সেঞ্চুরি পাওয়া আব্দুল মজিদ। পরে মাঠে ফিরলেও আগের ১০৪ রানেই তাকে ফেরান এনামুল। মজিদকে আউট করার পর এই স্পিনার ৮৭ রানে পান ৫ উইকেট। এনামুলের চমৎকার বোলিংয়ের পরও ঢাকার স্কোর ৩৪৬ পর্যন্ত গিয়েছে মোশাররফ হোসেনের ৫০ ও শাহাদাত হোসেনের ৩৪ রানে ভর দিয়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই সিলেট। ৪ উইকেটে ১০২ রানে শেষ করেছে তৃতীয় দিন। মাত্র ২২ রানে তারা হারায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন (৮), জাকির হাসান (০) ও শানাজ আহমেদকে (১২)।

তবে প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ম্যাচ খেলতে নামা রাজিন সালেহ দাঁড়িয়ে গেছেন দ্বিতীয় ইনিংসেও। ৪০ রানে অপরাজিত আছেন তিনি। ৩৯ রান করে আউট হয়েছেন অলক কাপালি।

ঢাকা মেট্রো-চট্টগ্রাম

কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে তৃতীয় দিন শেষে ঢাকা মেট্রো পেয়েছে ৭৯ রানের লিড। চট্টগ্রামকে প্রথম ইনিংসে ৩৪৫ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্রো ৩ উইকেটে করেছে ৯৬ রান।

আবু হায়দার (৪/৯৭) ও কাজী অনিকের (৩/৬৪) বোলিং তোপে ৩৪৫ রানে থামে চট্টগ্রাম। আগের দিন সেঞ্চুরি করে অপরাজিত থাকা সাদিকুর মাত্র ১ রান যোগ করে ১০১ রানে ফেরেন প্যাভিলিয়নে। মোহাম্মদ আশরাফুলের ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ২৮৮ বলের ইনিংসটি সাজান ৭ বাউন্ডারিতে।

তবে ইয়াসির আলীর ব্যাট জ্বলে উঠেছিল। মিডল অর্ডারে এই ব্যাটসম্যান করেন গুরুত্বপূর্ণ ৬৪ রান। আর শেষ দিকে নাঈম হাসান হার না মানা ৪৩ রানের ইনিংস খেললে বড় সংগ্রহ পায় চট্টগ্রাম।

ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার সাদমান ইসলাম (১৪) ও আজমির আহমেদ (২০) ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্শাল আইয়ুব পুরোপুরি ব্যর্থ (৯)। দিন শেষে অপরাজিত আছেন শামসুর রহমান (৩৭*) ও মোহাম্মদ আশরাফুল (৭*)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়