X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘প্রথম ইনিংসের ব্যাটিং দুর্দশায় হেরেছে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ২০:৩১আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২১:১৯

স্টিভ রোডস ১৭ বছর পর বিদেশে টেস্ট জেতার স্বাদ পেল জিম্বাবুয়ে। দেশের মাটিতে তাদের কাছে ১৫১ রানে হারের লজ্জা পেয়েছে দিশাহীন বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না এই হারের জন্য দায়ী তাদের হতশ্রী ব্যাটিং। যদিও অধিনায়ক মাহমুদউল্লাহ এই হারের কোনও ব্যাখ্যা খুঁজে পাননি। কোচ স্টিভ রোডসের মতে প্রথম ইনিংসে ব্যাটিং দুর্দশার কারণেই ডুবেছে বাংলাদেশ।

সিলেটে টস হেরে ফিল্ডিং পায় বাংলাদেশ। জিম্বাবুয়েকে ২৮২ রানে গুটিয়ে দিয়ে বোলাররা ছিলেন সফল। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। মাত্র ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ, যাতে ১৩৯ রানের লিড পায় জিম্বাবুয়ে। তারপর দ্বিতীয় ইনিংসে তারা ১৮১ রানে গুটিয়ে গেলেও স্বাগতিকদের ৩২১ রানের কঠিন টার্গেট দেয়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি, ১৬৯ রানে অলআউট। কিন্তু রোডসের মতে, ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস শেষেই।

বাংলাদেশের ইংলিশ কোচ বুধবার সাংবাদিকদের জানান, ‘আসলে এই ম্যাচে আমাদের একমাত্র ভুল হয়েছে প্রথম ইনিংসের ব্যাটিংয়ে। আমরা টস হেরে ফিল্ডিংয়ে গেলাম, তারপর তাদের ২৮২ রানে গুটিয়ে দিলাম। এরপর প্রথম ইনিংসে আমাদের ৩৫০ বা ৪০০ রান করা উচিত ছিল। কিন্তু সেটা হলো না। এই কারণে সবসময়ের মতো শেষে ব্যাটিং করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ল।’

মাহমুদউল্লাহ ম্যাচ শেষে জানান, দলের পরিকল্পনা কাজে লাগেনি। রোডস সেটা মনে করেন না। তার ব্যাখ্যা, ‘আমাদের পরিকল্পনা বা কৌশলে কোনও ঝামেলা ছিল না। প্রথম ইনিংসে ব্যাট হাতে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি।আমরা কেবল ওখানেই গোলমাল করে ফেলেছি। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের আগে প্রায় ১৪০ রানে পিছিয়ে থাকা ছিল আমাদের জন্য সর্বনাশা। মিরপুরে এই বিষয়টা মাথায় রাখতে হবে।’

মিরপুরে কোনও বিশেষ পরিকল্পনা আছে কিনা প্রশ্নে রোডস বলেছেন, ‘আমরা এটা (বিশেষ পরিকল্পনা) গোপন রাখব। এটা উন্মোচন করার কোনও কারণ আমি দেখি না। আমরা জেতার জন্য খেলতে চাই এবং আপনারাও আমাদের জয় চান। আমি কোনও চাপ অনুভব করছি না। কিন্তু অপেক্ষায় থাকব, দেখা যাক দ্বিতীয় টেস্টের পরিকল্পনা কী।’

বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বিশ্বাস রোডসের। খেলোয়াড়দের দৃঢ়তা দেখে মুগ্ধ কোচ, ‘সবকিছু ঠিক রাখতে ছেলেরা সত্যিই দৃঢ়প্রতিজ্ঞ এবং বাংলাদেশের ড্রেসিংরুমের এই মনোভাব আমি ভালোবাসি। তারা আমাকে মাঝেমধ্যে চমক দেয় এবং ঠিক ঘুরে দাঁড়ায়। সম্প্রতি ওয়ানডেতে আমরা বেশ কয়েকটি উইকেট হারালেও হঠাৎ করে বড় পার্টনারশিপ দেখতে পেয়েছি। আমার বিশ্বাস তারা লড়াই করবে এবং সেটা পরের টেস্ট ম্যাচেই।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা