X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইউরোপিয়ান ফুটবলে ফিরছেন না ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৮, ২২:৫৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২২:৫৬

ইউরোপিয়ান ফুটবলে ফিরছেন না ইব্রাহিমোভিচ গুঞ্জন ছিল, এসি মিলান দিয়ে আবার ইউরোপিয়ান ফুটবলে ফিরছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। যদিও লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির স্ট্রাইকার উড়িয়ে দিয়েছেন গুজবটি। জানিয়েছেন, মেজর লিগ সকারেই (এমএলএস) ভালো আছেন তিনি।

এসি মিলানের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের নামও শোনা যাচ্ছিল ইব্রাহিমোভিচের ফেরার খবরে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমের খবর ছিল, মেজর লিগ সকার থেকে দ্রুত ফিরে আসছেন সুইডিশ স্ট্রাইকার, ইউরোপিয়ান ফুটবলের উত্তেজনার বাইরে থাকতে চাইছেন না তিনি। যদিও ইব্রাহিমোভিচ নিজেই নিশ্চিত করেছেন, বর্তমান ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতেই থাকছেন তিনি।

ম্যানইউয়ের সঙ্গে চুক্তি বাতিল করে আটলান্টিকের ওপারে পাড়ি জমান ইব্রা। হাঁটুর চোট কাটিয়ে  এমএলএসের নেমে জাদু দেখিয়েছেন তিনি। প্রথম মৌসুমে করেছেন ২২ গোল, যদিও গ্যালাক্সিকে ওঠাতে পারেননি প্লে-অফে। আমেরিকান লিগে চমৎকার পারফরম্যান্সের সময়ই গুঞ্জন ওঠে তার ইউরোপে ফেরার। এসি মিলানের সঙ্গে ইব্রার চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে বলেও খবর ছাপা হয় ইতালিয়ান মিডিয়ায়।

সুইডিশ তারকা অবশ্য এই খবর উড়িয়ে দিয়েছেন। গ্যালাক্সির ওয়েবসাইটে বলেছেন, ‘ইউরোপের ফুটবলের মজা যে অন্যরকম, সেটা গোপন করার কিছু নেই। যদিও আমার কাছে সবার আগে গ্যালাক্সি। আমি এখানেই আছি এবং সুখে আছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘ক্লাব আমার সব ইচ্ছা জানে, আমার সব চাহিদাও জানে। অবশ্য সবকিছু তাদের চাওয়ার ওপর নির্ভর করছে, তবে আমি ইতিবাচক বিষয়ই দেখছি। তারা আমার ব্যাপারে খুব যত্নবান।’

ইউরোপের বড় বড় ক্লাবে খেলেছেন ইব্রাহিমোভিচ। মালমো ও আয়াক্স অধ্যায় শেষে মাঠ মাতিয়েছেন তিনি জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, প্যারিস সেন্ত জার্মেই ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ইউরোপিয়ান ফুটবলে সাফল্যময় সময় কাটিয়ে সুইডিশ তারকা পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি