X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জেনিংসের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সামনে কঠিন চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১৮:২৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৮:৩১

হার না মানা ১৪৬ রানের ইনিংস খেলেছেন কিটন জেনিংস গল টেস্ট জিততে কঠিন পথ পাড়ি দিতে হবে শ্রীলঙ্কাকে। কিটন জেনিংসের হার না মানা সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৪৬২ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। ৬ উইকেটে ৩২২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। তৃতীয় দিন শেষে কোনও উইকেট না হারিয়ে লঙ্কানরা করেছে ১৫ রান, জয়ের জন্য এখনও দরকার ৪৪৭ রান।

নিজেকে প্রমাণ করতে বারবার ব্যর্থ হচ্ছিলেন জেনিংস। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট সুযোগ দিলেও কাজে লাগাতে পারছিলেন তিনি। ভারত সফরে ব্যাট হাতে খারাপ সময় কাটিয়েছেন এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোরের ইঙ্গিত দিলেও থামতে হয়েছিল তাকে ৪৬ রানে। তবে দ্বিতীয় ইনিংসে ভুল করেননি জেনিংস। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তাকে আউটই করতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। ইনিংস ঘোষণার আগে অপরাজিত ছিলেন ১৪৬ রানে।

২৮০ বলে ৯ বাউন্ডারিতে সাজানো তার ইনিংসটির সঙ্গে বেন স্টোকসের হাফসেঞ্চুরিতে বড় স্কোর গড়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। স্টোকস ৯৩ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেছেন ৬২ রান। এছাড়া জস বাটলার ৩৫ ও বেন ফোকস ৩৭ রান করে অবদান রেখেছেন।

কোনও উইকেট না হারিয়ে ৩৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংলিশরা। রোরি বার্নসের (২৩) রান আউটে সফরকারীরা হারায় প্রথম উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মঈন আলী (৩)। ক্যারিয়ারের শেষ সিরিজ খেলতে নামা রঙ্গনা হেরাথ তার উইকেট তুলে নেওয়ার খানিক পরই ফেরান জো রুটকে, ইংলিশ অধিনায়কও করেছেন ৩ রান।

৫৯ রানে হেরাথের শিকার ২ উইকেট। দিলরুয়ান পেরেরাও পেয়েছেন ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন আকিলা ধনাঞ্জয়া।

ইংল্যান্ডের ইনিংস ঘোষণার পর ৪৬২ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে কোনও বিপদ ছাড়াই দিন শেষ করেছে শ্রীলঙ্কা। দুই ওপেনার দিমুথ করুণারত্নে (৭*) ও কুশল সিলভার (৮*) ব্যাটে ১৫ রান করেছে তারা। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!