X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ব্যাটিংয়ে সাদমান, বোলিংয়ে শীর্ষে নাঈম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ২২:০৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২২:০৫

সাদমান ইসলাম ও নাঈম হাসান ২০তম জাতীয় ক্রিকেট লিগের পর্দা নামলো বৃহস্পতিবার। এবারের লিগে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ঢাকা মেট্রোর তরুণ ওপেনার সাদমান ইসলাম। অন্যদিকে বল হাতে শীর্ষে ছিলেন চট্টগ্রাম বিভাগের তরুণ অফস্পিনার নাঈম হাসান।

১০ ইনিংসে ৬৪৮ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সাদমান ইসলামের সেঞ্চুরি ছিলো ২টি। এছাড়া ৩ হাফসেঞ্চুরিতে তার রানের গড় ৬৪.৮০। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করা তুষার ইমরান আছেন দ্বিতীয় তালিকায়। জাতীয় দলে খেলা এই ক্রিকেটারের ব্যাট থেকে এই আসরে ৩ সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরিতে এসেছে ৫১৮ রান। খুলনা বিভাগের ক্রিকেটার সৌম্য সরকার ১ সেঞ্চুরি ও ৪ হাফসেঞ্চুরিতে ৪৭১ রান করে তৃতীয় অবস্থানে আছেন।

চলতি মৌসুমে সর্বোচ্চ রান করেও কিছুটা আক্ষেপ নিয়ে লিগ শেষ করতে হলো সাদমান ইসলামকে। দ্বিতীয় রাউন্ডে ঢাকার বিপক্ষে ফতুল্লাতে সাদমানের সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু ১৮৯ রানে আউট হয়ে হতাশায় পুড়েছেন চলতি মৌসুমে। সেই আক্ষেপের কথা তিনি জানালেন বাংলা ট্রিবিউনকে, ‘একটা আপেক্ষ অবশ্য আছে। ডাবল সেঞ্চুরি করার সুযোগ ছিল, কিন্তু করতে পারিনি। সামনের মৌসুমে এমন সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করবো।’

৬৪৮ রান করা সাদমান জানালেন সাতশোর ঘরে রানকে নিয়ে যেতে পারলে খুশি থাকতেন আরও বেশি, ‘আরও কিছু রান যোগ হলে ভালো হতো। সাতশোর বেশি রান হলে বেশি ভালো লাগতো। এবার হয়নি, আগামী মৌসুমে আরও বেশি রান করার চেষ্টা করবো।’

লিগে ব্যাটিংয়ে সাদমান আলো ছড়ালেও বোলিংয়ে আলোচনায় ছিলেন চট্টগ্রাম বিভাগের নাঈম হাসান। ৯ ইনিংস বল করে তুলে নিয়েছেন ২৮ উইকেট। ঢাকা মেট্রোর আরাফাত সানিও সমান সংখ্যক ইনিংসে বোলিং করে নিয়েছেন ২৩ উইকেট। তৃতীয় অবস্থানে থাকা রাজশাহীর ফরহাদ রেজা ১২ ইনিংসে নিয়েছেন ২২ উইকেট।

অল্প কিছু অভিজ্ঞতা নিয়ে জাতীয় লিগ খেলতে নেমে ব্যাটসম্যানদের রীতিমতো খাবি খাইয়েছেন ১৭ বছর বয়সী নাঈম। তবুও কিছুটা আক্ষেপ ছিলো ডানহাতি এই অফস্পিনারের কণ্ঠে, ‘৯ ইনিংসে ২৮ উইকেট পেয়েছি ভালো লাগছে। তবে সবগুলো ম্যাচ খেলতে পারলেও লক্ষ্যের কাছে পৌঁছাতে পারতাম। আমার লক্ষ্য ছিল ৪০-৪৫ উইকেট।’

মাত্র ১৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা নাঈম চারদিনের ক্রিকেটে বুঝতে শিখেছেন সবশেষ বিসিএল খেলে। প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নেমে রাজ্জাকের সঙ্গে থেকেই চারদিনের ম্যাচ সম্পর্কে ধারনা নিয়েছেন, ‘চারদিনের ম্যাচ আমি বুঝতাম না। সবশেষ বিসিএলে প্রাইম ব্যাংকের হয়ে খেলে চারদিনের ম্যাচ সম্পর্কে ধারনা পেয়েছি। রাজ্জাক ভাইরা আমাকে অনেক সাহায্য করেছে। এবার মুমিনুল ভাই অনেক সাহায্য করেছে। চারদিনের ম্যাচ এখন ভালো বুঝি। কখন কীভাবে বোলিং করতে হবে শিখে গেছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা