X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার আশা তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ২৩:২৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২৩:২৫

তামিম ইকবাল। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর ঢাকা টেস্টে তামিম ইকবালকে খেলানো নিয়ে আলোচনা চলছে বেশ কয়েক দিন ধরে। তামিম স্পষ্ট করেই জানিয়ে দিলেন, ঢাকা টেস্টে খেলা হচ্ছে না তার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে দলে ফেরার সমূহ সম্ভাবনার কথাও জানিয়ে রাখলেন দেশসেরা এই ওপেনার।

বৃহস্পতিবার মিরপুরের একাডেমিতে স্পিন বল ও স্টিক থ্রো ডাউনের বিপক্ষে ব্যাটিং করেছেন তামিম ইকবাল। শুরুতে টেনিস বলে অনুশীলন করলেও বৃহস্পতিবার থেকে স্পিন বোলিংয়ের বিপক্ষে চলছে তার অনুশীলন। আরও কয়েকটা দিন পর পুরোপুরি ব্যাটিং অনুশীলন করতে পারবেন বলে জানালেন সংবাদ মাধ্যমকে।

নিজের ফেরা প্রসঙ্গে তামিম বলেছেন, ‘আমি মনে করি আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে পুরোপুরি ফিট হতে পারবো। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে চাচ্ছিলাম ঠিকই, কিন্তু এ চাওয়াটা ছিল তিন থেকে চার সপ্তাহ আগে। বর্তমান কন্ডিশন অনুযায়ী আমি এখনও তৈরি নই। এছাড়াও ফিজিও আমাকে অনুমতি দেবেন না।’

সবশেষ উন্নতি নিয়ে তার মন্তব্য, ‘মাত্র তিনদিন ব্যাটিং করলাম সেটাও স্পিনের বিপক্ষে। এখন যেটা করছি সেটাকে সেমি-ব্যাটিং বলতে পারি। যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ফিটনেস না পাবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। দলের জন্য নিজেকে ডিক্লেয়ার করবো না।’

আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। তার আগে ১৮ ও ১৯ নভেম্বর চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তামিম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্তটা নেবেন পরিস্থিতি বুঝে, ‘আমি মনে করি যে প্রথম টেস্টের আগে ফিট হয়ে উঠব। প্রস্তুতি ম্যাচ খেলা নির্ভর করবে তখনকার অবস্থার ওপর। সাধারণত একজন ক্রিকেটার ইনজুরি থেকে ফিরলে টেস্ট সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পছন্দ করে। আমি কী করবো আরও কয়েক সপ্তাহ পর বুঝতে পারবো।’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ১৫১ রানের বড় হারলেও তামিমের বিশ্বাস ঢাকা টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, ‘ওরা (বাংলাদেশ) ভালোভাবেই ঘুরে দাঁড়াবে। আমি জানি আমরা সেরা ক্রিকেটটা খেলিনি। যেরকম খেলেছি তার থেকেও অনেক ভালো দল আমাদের। আমরা ওয়ানডেতে যেভাবে নিয়মিত পারফর্ম করছি টেস্টে সেটা করছি না।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক