X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ইতালি-পোল্যান্ডের বিপক্ষেও নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৮, ১৩:১৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৩:২৪

ক্রিস্তিয়ানো রোনালদো পর্তুগালের জার্সিতে ক্রিস্তিয়ানো রোনালদো শেষবার দেখা গিয়েছিল রাশিয়া বিশ্বকাপের নকআউটে। ইতালি ও পোল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশনস লিগের দল ঘোষণার পর জানা গেল, এ বছর আর দেখা যাচ্ছে না তাকে।

পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস অবশ্য দলে ৫টি পরিবর্তন এনেছেন। তাতে গত মার্চে বিশ্বকাপ বাছাই খেলার পর প্রথমবার ডাক পেয়েছেন আন্দ্রে গোমেস। পেশীর চোট কাটিয়ে সম্প্রতি এভারটনের হয়ে তিনটি লিগ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।

আগামী ১৭ নভেম্বর ইতালির বিপক্ষে খেলতে মিলান যাবে পর্তুগাল। তিন দিন পর গুইমারায়েসে মুখোমুখি হবে তারা পোল্যান্ডের।

অধিনায়ক ও জাতীয় দলের সর্বকালের শীর্ষ গোলদাতা পারস্পরিক সমঝোতায় আন্তর্জাতিক ম্যাচ খেলছেন না জানা গেছে। সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সান্তোস বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমি কেবল একটা ব্যাপারই চিন্তা করছি সেটা হলো তার উচিত গোল্ডেন বল জেতা।’

এই মৌসুমে সিরি এ’তে জুভেন্টাসের হয়ে ৭ গোল করেছেন রোনালদো। গত বুধবার ম্যানইউর বিপক্ষে নতুন ক্লাবের হয়ে প্রথম চ্যাম্পিয়নস লিগ গোল পান তিনি।

দুই ম্যাচ পর পর্তুগাল ছয় নম্বর গ্রুপের শীর্ষে আছে। ৬ পয়েন্ট তাদের। ফাইনালসে উঠতে হলে আর একটি পয়েন্টই যথেষ্ট। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইতালি, আর তিন নম্বরে থাকা পোলিশের পয়েন্ট মাত্র ১।

পর্তুগাল দল:

গোলরক্ষক- বেতো, ক্লাউদিও রামোস, রুই প্যাট্রিসিও; ডিফেন্ডার- কেদরিক সোরেস, জোয়াও ক্যানসেলো, রাফায়েল গুয়েরেইরো, লুইস নেতো, মারিও রুই, হোসে ফন্তে, পেপে, রুবেন দিয়াস; মিডফিল্ডার- ব্রুনো ফের্নান্দেস, দানিলো পেরেইরা, আন্দ্রে গোমেস, পিজ্জি, রেনাতো সানচেস, রুবেন নেভেস, জোয়াও মারিও, উইলিয়াম কারভালহো; ফরোয়ার্ড- আন্দ্রে সিলভা, বার্নার্দো সিলভা, ব্রুমা, এদার, গনসালো গুয়েদেস, রাফা সিলভা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট