X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাস বেড়েছে আরিফুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ১৮:০৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৮:১৪

আরিফুল হক সিলেটে টেস্ট অভিষেক হয়েছে আরিফুল হকের। বল হাতে তেমন সুযোগ না পাওয়া এই অলরাউন্ডার ব্যাটিংয়ে ভাগ্যের দোষ দিতেই পারেন। সতীর্থদের ব্যর্থতায় ইনিংস লম্বা করার সুযোগ হয়নি যে তার। প্রথম ইনিংসে অপরাজিত ছিলেন ৪১ রানে, দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের মাঝে করেন ৩৮ রান। মাঝারি মানের দুটো ইনিংসেই আত্মবিশ্বাস বেড়ে গেছে তার।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আরিফুল হক। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তার বক্তব্য, ‘ব্যক্তিগতভাবে প্রথম টেস্ট ভালো হয়েছে। ওখানে খেলে  আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে বোলাররা বাজে বল করবে না, ওভাবেই আপনাকে অপেক্ষা করতে হবে। ম্যাচটি খেলে আমার চিন্তা-ভাবনায় অনেক পরিবর্তন এসেছে। আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে নিজেকে।’

এ বছর নিয়মিত জাতীয় দলের সঙ্গে থাকলেও খেলা হচ্ছিল না আরিফুলের। অনেক অপেক্ষার পর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ও সিলেট টেস্টের একাদশে সুযোগ মেলে তার। টেস্ট ক্রিকেটে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার অপেক্ষাতেই ছিলেন তিনি, ‘আমার স্বপ্ন ছিল টেস্ট খেলার। আমি চাই জাতীয় দলের হয়ে দীর্ঘ দিন টেস্ট খেলে যেতে। সব ফরম্যাটেই আমার খেলার ইচ্ছা। যখন যে ফরম্যাটে খেলব, সেই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারব বলে আমার বিশ্বাস।’

প্রথম সুযোগে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছেন আরিফুল। আহামরি না হলেও ভবিষ্যতের জন্য ভালো কিছুরই ইঙ্গিত দিয়ে রেখেছেন এই অলরাউন্ডার। যদিও গা ভাসিয়ে দিচ্ছেন না, নিজেকে প্রমাণে আরও পরিশ্রম করে যেতে চান তিনি, ‘এখনও তেমন কিছু করিনি। আমার চিন্তা বড় কিছু করার। চাই শতভাগ না পারি, ৯০ ভাগ যেন দিতে পারি।’

সিলেট টেস্টে মাত্র ৪ ওভার বল করেছিলেন আরিফুল। দলে এক পেসার থাকার পরও তাকে দিয়ে বল করাননি মাহমুদউল্লাহ। বোলিংয়ে অধিনায়কের আস্থা অর্জন করে নিতে আরিফুল বিপিএলকে লক্ষ্য বানাচ্ছেন, ‘বোলিং নিয়েও কাজ করছি। ঘরোয়া ক্রিকেটে আরও ভালো করতে হবে। বিপিএলে ভালো বোলিং করতে পারলে জাতীয় দলে সুযোগ মিলবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা