X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীর শিরোপা পুনরুদ্ধারে গর্বিত সাব্বিররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ২০:১২আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২০:২৯

সাব্বিরের সেলফিতে শিরোপা জয়ী রাজশাহী ট্রফিতে চুমু দেওয়ার ছবি শুক্রবার নিজের ফেসবুকে পোস্ট করেছেন সাব্বির রহমান। ৬ বছর পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জেতায় আনন্দটা তার একটু বেশিই। বৃহস্পতিবার শেষ রাউন্ডে বরিশালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। অনেক অপেক্ষা শেষে ট্রফি আসায় সাব্বিরের মতো রাজশাহীর সবাই মেতেছেন উৎসবে।

৬ বছর পর শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জিতে নিয়েছে রাজশাহী। শুক্রবার বরিশালকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তারা। ৬ ম্যাচে ২ জয় ও ৪ ড্রয়ে ৩৪.৮১ পয়েন্টে প্রথম স্তরে সবার উপরে থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয় জহুরুল ইসলামরা।

অথচ আগের মৌসুমেই রাজশাহী খেলেছিল দ্বিতীয় স্তরে। ঢাকা মেট্রো, সিলেট এবং চট্টগ্রামকে পেছনে ফেলে প্রথম স্তরে উঠে আসে তারা। এবার প্রথম স্তরে প্রথমবারের মতো খেলেই জিতে নিল শিরোপা। ২০০৮-০৯ মৌসুম থেকে রেকর্ড টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী। তারা প্রথমবার শিরোপা জিতেছিল ২০০৫-০৬ মৌসুমে। তবে ২০১১-১২ মৌসুমের পর থেকে শিরোপার দেখা পাচ্ছিল না দলটি। অবশেষে শুক্রবার  সেই খরা কাটিয়ে ট্রফি সংখ্যায় ধরে ফেলেছে তারা খুলনাকে। এতদিন ছয় শিরোপা জিতে এককভাবে শীর্ষে ছিল খুলনা।

আধিপত্য বিস্তার করে শিরোপা জেতায় বাধভাঙ্গা উল্লাসে মেতেছে রাজশাহী। নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলের বাইরে থাকা সাব্বিরের উচ্ছ্বাস যেন একটু বেশিই। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘রাজশাহীর ক্রিকেটার হিসেবে অনেক গর্বিত আমি। গত কয়েক বছর রাজশাহী যেমন ফল পাচ্ছিল, এটা রাজশাহীর মানের নয়। রাজশাহী দ্বিতীয় স্তরে খেলার মতো দল নয়। আমাদের মধ্যে এবার চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ জয় করেই শিরোপা জিতেছে। এই অর্জন আমাদের সবাইকে গর্বিত করেছে।’

জাতীয় দলের বাইরে থাকায় এবারের লিগের সব ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন সাব্বির। যদিও খুব ভালো করতে পারনেনি পছন্দমতো ব্যাটিং অর্ডার না পাওয়াতে। ১২ ইনিংসে সর্বোচ্চ ৯৯ রান ও দুটি ইনিংসে অপরাজিত থাকা ছাড়া এবারের লিগে তেমন কোনও প্রাপ্তি নেই তার। যদিও আত্মবিশ্বাসী সাব্বির সামনের যে কোনও টুর্নামেন্টে ভালো করতে আশাবাদী, ‘লিগে খুব খারাপ হয়েছে বলব না। পজিশনটা পছন্দমতো হয়নি। কিছু করারও ছিল না। আমাদের দলে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন। ছয় নম্বরে ব্যাটিং না করলে আমাকে ওপেনিংয়ে খেলতে হতো। তারপরও যা হয়েছে ভালোই হয়েছে। সামনে বিসিএল শুরু হবে, এরপর বিপিএল আছে, নিজেকে সবসময়ের জন্য প্রস্তুত রাখতে চাই।’

রাজশাহীর অধিনায়ক জহুরুল শিরোপা পুনরুদ্ধারে তুললেন তৃপ্তির ঢেকুর, ‘পুরো ক্রিকেট ক্যারিয়ারের এমন ভালো লাগার মুহূর্ত কমই এসেছে। গত কয়েক বছর ধরে আমরা শিরোপা জেতার অনেক চেষ্টাই করেছি, কিন্তু কিছুতেই হচ্ছিল না। অবশেষে এবার যখন শিরোপার দেখা পেলাম, দলের প্রত্যেকেরই অন্যরকম আবেগ কাজ করছিল। রাজশাহীর হয়ে শিরোপা জিততে পেরে আমি সত্যিই খুব গর্বিত।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়