X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মৌসুমের প্রথম হারে ইতিবাচক রোনালদো

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৮, ১৫:৩৯আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৫:৩৯

মৌসুমের প্রথম হারে ইতিবাচক রোনালদো চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জুভেন্টাসকে। তাতে ২০১৮-১৯ মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। যদিও ‘সঠিক সময়েই’ হারটা এসেছে বলে মনে করছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

জুভেন্টাস স্টেডিয়ামে তার লক্ষ্যভেদেই এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। তবে শেষের নাটকীয়তায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। রোনালদো অবশ্য এই হারে ইতিবাচক। আরও ভালো করার পথে এই ধাক্কা কাজে দেবে বলে ইঙ্গিত তার।

জুভেন্টাসে নাম লেখানোর পর শুরুতে খুঁজে পাওয়া যাচ্ছিল না রোনালদোকে। তবে তার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ নতুন করে ওঠার পর থেকে নিয়মিত গোল করে যাচ্ছেন তিনি। দলের জয়ে অবদান রাখা পর্তুগিজ তারকা ম্যানইউয়ের বিপক্ষেও করেছিলেন লক্ষ্যভেদ, তবে এবার আর জেতাতে পারেননি তুরিনের ক্লাবটিকে। যদিও বিষয়টিকে ইতিবাচকই দেখছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘হার কখনোই ভালো বিষয় নয়, তবে এই হারটা সম্ভবত সঠিক সময়েই এসেছে।’

স্কুদেত্তোকে নিজেদের বানিয়ে ফেলেছে জুভেন্টাস। গত সাত বছর তারা ছাড়া কেউই জিততে পারেনি সিরি ‘এ’। এবারও লিগে দুর্দান্ত সময় কাটাচ্ছে দলটি। ম্যানইউয়ের বিপক্ষে হারের আগে চ্যাম্পিয়নস লিগেও ছিল সেরা ফর্মে, আগের তিন ম্যাচের সবটাতেই মাঠ ছেড়েছিল জয় নিয়ে। তাই এক হারে মোটেও হতাশা কাজ করছেন না রোনালদোর মধ্যে, ‘আমরা দুর্দান্ত দল। এখনও আমরা (চ্যাম্পিয়ন লিগ) গ্রুপের শীর্ষে। আমি নিশ্চিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আমরা সামনে যাব।’

২৭ নভেম্বর চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচে ‍জুভেন্টাসের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। আপাতত তাদের নজর এসি মিলানের বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে। চলতি মৌসুমে দারুণ সময় কাটানো মিলানের মুখোমুখি হবে তারা রবিবার। ইএসপিএন

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়