X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টানা দ্বিতীয়বার সেমিফাইনালে শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৮, ২০:০৪আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২০:২৬

চট্টগাম আবাহনীর বিপক্ষে শেখ রাসেলের আক্রমণ ২০১২ সালের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। গতবারের ফাইনালিস্ট চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনাল নিশ্চিত করেছে। শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ে একমাত্র গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোয়িন।

শেখ রাসেলের সামনে এখন ছয় বছর পর প্রথম ফাইনালে ওঠার হাতছানি। তার আগে সেমিফাইনাল বাধা পেরোতে হবে তাদের। প্রতিপক্ষ কে নির্ধারণ হবে রবিবার শেষ কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস ও টিম বিজেএমসির লড়াইয়ের পর।

সাইফুল বারী টিটুর দল শুরু থেকে বল দখলে ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল। বেশির ভাগ সুযোগ পান উজবেক উইঙ্গার আজিজোভ আলিশের। আক্রমণভাগের ভুল শটে জয়ের ব্যবধান বড় হয়নি শেখ রাসেলের।

ষষ্ঠ মিনিটে ফজলে রাব্বির ফ্রি কিক থেকে দূরের পোস্টে হেড করেন রাফায়েল। ৬ গজ দূর থেকে তার এই প্রচেষ্টা গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। তবে দ্বিতীয়ার্ধের দুই মিনিট পরই নাইজেরিয়ান স্ট্রাইকারের গোলে এগিয়ে যায় শেখ রাসেল।

আলিশেরের ক্রস চট্টগ্রাম আবাহনী ডিফেন্ডার বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পায়ে পান রাফায়েল। তার বাঁ পায়ের শট মুফতা লাওয়ালের গায়ে লেগে জালে ঢোকে।

জাতীয় দলের তরুণ খেলোয়াড় বিপলু আহমেদ ৬৬ মিনিটে সুযোগ নষ্ট করেন। বক্সের প্রান্ত থেকে তার শট সরাসরি চলে যায় গোলরক্ষক মোহাম্মদ নেহালের হাতে।

ম্যাচ প্রায় ১০ মিনিট বন্ধ ছিল চট্টগ্রামের গাম্বিয়ান ফরোয়ার্ড মামোদো বাহয়ের গুরুতর ইনজুরিতে। বল দখল করতে গিয়ে নাইজেরিয়ান ডিফেন্ডার আলিসন উদোকার সঙ্গে সংঘর্ষ হয় তার। গাম্বিয়ান ফরোয়ার্ডের বদলি হয়ে মাঠে নামেন আব্দুল বাতেন কমল।

মাঝমাঠে দাপট ধরে রাখার পাশাপাশি শেখ রাসেলের রক্ষণভাগ চট্টগ্রামের আক্রমণভাগকে সুযোগ তৈরি করতে দেয়নি। তাদের প্রচেষ্টা বক্সে ঢোকার আগেই নষ্ট হয়েছে।

রাফায়েল ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান ৭৮ মিনিটে। কিন্তু গোলপোস্টের খুব কাছ থেকে নেওয়া তার শট পাঞ্চ করে মাঠের বাইরে পাঠান নেহাল।

গত আসরে ঢাকা আবাহনীর কাছে হেরে শেখ রাসেল বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। এবার শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখা দলটি গতবারের আফসোস কাটাতে চায় সেমিফাইনাল জিতে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!