X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টেস্ট ক্রিকেটের দেড় যুগে প্রাপ্তি-অপ্রাপ্তির খতিয়ান

রবিউল ইসলাম
১০ নভেম্বর ২০১৮, ২০:৩৫আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২০:৩৯

অভিষেক টেস্ট শুরুর আগে দুই অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সৌরভ গাঙ্গুলীর করমর্দন আজ থেকে ঠিক দেড় যুগ আগে ২০১০ সালের ১০ নভেম্বর টেস্ট ক্রিকেটের কঠিন অঙ্গনে বাংলাদেশের প্রবেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় টস করতে নেমেছিলেন ভারতের সৌরভ গাঙ্গুলীর সঙ্গে।

প্রথম টেস্ট ৯ উইকেটে হারলেও আমিনুল ইসলাম বুলবুলের দুর্দান্ত সেঞ্চুরি বিশাল প্রাপ্তি ছিল বাংলাদেশের জন্য। হাবিবুল বাশার সুমনের আক্রমণাত্মক ফিফটি আর অধিনায়ক দুর্জয়ের ৬ উইকেট শিকারও দারুণ আনন্দ দিয়েছিল দেশের মানুষকে।

তবে দেড় যুগের হিসেব করতে বসলে হতাশই হওয়ার কথা ক্রিকেটপ্রেমীদের। রবিবার ১১০তম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আগের ১০৯টি টেস্টের ৮৩টিই দিয়েছে পরাজয়ের  লজ্জা। ১৬টি ড্র, আর জয়ের আনন্দে মেতে ওঠা মাত্র ১০বার।

এমন হতাশার সামনে দাঁড়িয়েও গর্বিত আকরাম খান। অভিষেক টেস্টের দুই ইনিংসে ৩৫ ও ২ রান করা আকরাম বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আজ আমাদের টেস্ট অভিষেকের ১৮ বছর পূর্ণ হলো। এটা খুবই গর্বের ব্যাপার। ক্রিকেট সারা বিশ্বে আমাদের পরিচিতি এনে দিয়েছে। বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে আমাদের ক্রিকেটাররা এখন পাল্লা দিয়ে লড়াই করছে। এটা দেখাও তৃপ্তিদায়ক। শুধু পারফরম্যান্সের জন্য  আমরা টেস্ট স্ট্যাটাস পাইনি। ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসাও আমাদের টেস্ট স্ট্যাটাস এনে দিয়েছে।’

১৪৫ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে ফিরছেন আমিনুল ইসলাম বুলবুল টেস্ট আঙিনায় দেড় যুগের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেবে মেলাতে বসে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরামের উপলব্ধি, ‘১৮ বছরে আমরা হয়তো খুব বেশি দূর এগোতে পারিনি, আমাদের দল প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেনি। আমি অন্তত যেখানে দেখতে চেয়েছিলাম, সেখানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ দল। আমাদের আরও এগিয়ে যাওয়া উচিত ছিল। তবে যতটা এগিয়েছি, সেটাও কম নয়। আমরা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছি। টেস্ট ক্রিকেটে কিছু দিন ধরে আমাদের পারফরম্যান্স ভালো নয়। তবে আমি আশাবাদী, দুঃসময় পেছনে ফেলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। আমাদের আসলে আরও টেস্ট খেলতে হবে। এখন অবশ্য আগের চেয়ে টেস্ট ম্যাচের সংখ্যা বেড়েছে, আগামী তিন/চার বছরে আরও বাড়বে।’

অভিষেক টেস্টে ৩ ‍উইকেট শিকারের পাশাপাশি ২৬ রান (২২+৪) করা রফিক অবশ্য এতটা আশাবাদী নন। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘যতটা এগোনোর কথা ছিল, আমরা ততটা এগোতে পারিনি। এখনও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে ভুগতে হয় আমাদের। টেস্ট ক্রিকেটে আরও মনোযোগ দিতে হবে। এভাবে টেস্ট ক্রিকেট হয় না।’

অভিষেক টেস্টে কোচের দায়িত্বে থাকা সারোয়ার ইমরানের বিশ্বাস, অবহেলিত ঘরোয়া ক্রিকেটই এগোতে দিচ্ছে না বাংলাদেশকে, ‘জাতীয় দলের খেলোয়াড়দের ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেটে খেলা নিশ্চিত করতে হবে। পাশাপাশি উইকেটও তৈরি করতে হবে ভালো মানের। ঘরোয়া ক্রিকেটে খেলেই সবাই যেন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে পারে, সেদিকে মনোযোগ দিতে হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ