X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মিলার-দু প্লেসির দুর্দান্ত জুটিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ১৭:৩১আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৭:৩৭

মিলার ও দু প্লেসি ঝড়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলার ও ফাফ দু প্লেসির রেকর্ড জুটিতে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। হোবার্টে রবিবার তৃতীয় ও শেষ ওয়ানডে তারা জিতেছে ৪০ রানে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।

অ্যারন ফিঞ্চের কাছে টস হেরে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বাজে শুরুর পর মিলার ও দু প্লেসির অনবদ্য জুটিতে ৫ উইকেটে ৩২০ রান করে তারা। জবাবে স্বাগতিকরা থামে ৯ উইকেটে ২৮০ রানে।

মিলার ও দু প্লেসির ঝড়ো ব্যাটিংয়ে ২০০১ সালের পর প্রথমবার শেষ ১৫ ওভারে সর্বোচ্চ ১৭৪ রান দিতে হয়েছে অস্ট্রেলিয়া। তাছাড়া দুই দলের ম্যাচে সর্বোচ্চ জুটির রেকর্ডও ভেঙে গেছে। মিলার ও দু প্লেসির ২৫২ রান পেছনে ফেলেছে ২০০০ সালে ডকল্যান্ডসে গড়া মাইকেল বেভান ও স্টিভ ওয়াহর ২২২ রানের জুটিকে। তাছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ জুটি।

১১৪ বলে ১৫ চার ও ২ ছয়ে ১২৫ রান করে বিদায় নেন দু প্লেসি। অধিনায়কের বিদায়ের পর শেষ ওভারে মিলার আউট হন ১৩৯ রানে। ইনিংস সেরা পারফরম্যান্স করেছেন তিনি ১০৮ বলে ১৩ চার ও ৪ ছয়ে।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ও মার্কুস স্টোইনিস দুটি করে উইকেট নেন।

বড় লক্ষ্যে ছুটতে গিয়ে ৩৯ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে শন মার্শের সঙ্গে স্টোইনিসের ১০৭ রানের জুটি পথে ফেরায় তাদের। স্টোইনিস ৬৩ রানে আউট হন। তারপরও মার্শের সঙ্গে ৮০ রানের বড় জুটিতে আশা বাঁচিয়ে রাখেন অ্যালেক্স ক্যারে।

কিন্তু ডেথ ওভারে দ্রুত উইকেট হারালে আর পেরে ওঠেনি অসিরা। ক্যারে ৪২ ও গ্লেন ম্যাক্সওয়েলকে ৩৫ রানে আউট করেন ডেল স্টেইন। শেষ ওভারে স্টার্ক ও অ্যাডাম জাম্পাকে খালি হাতে ফেরান কাগিসো রাবাদা।

তিনটি করে উইকেট নেন স্টেইন ও রাবাদা। ম্যাচসেরা হয়েছেন মিলার, সিরিজের সেরা খেলোয়াড়ও দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা