X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মুমিনুলের ক্যারিয়ার সেরা সেঞ্চুরির কৃতিত্ব মুশফিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ২১:৩৯আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২১:৩৯

সেঞ্চুরিয়ান মুমিনুলকে অভিনন্দন জানালেন মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চোখে সরষে ফুল দেখছিল বাংলাদেশ। কিন্তু প্রথম দিন তারাই শেষ করল এগিয়ে থেকে। দুর্দান্ত জুটিতে স্বাগতিকদের স্বস্তিতে রেখেছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ক্যারিয়ারের আগের ছয়টি সেঞ্চুরির চেয়ে ১৬১ রানের এই ইনিংসকে অন্যভাবে দেখছেন মুমিনুল।

শ্রীলঙ্কার বিপক্ষে গত জানুয়ারিতে এক ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে এলো তার সপ্তম সেঞ্চুরি। ১৫০ বলে তিন অঙ্কের ঘরে রান করেই ক্ষান্ত হননি বাঁহাতি ব্যাটসম্যান। ২৪৭ বলে ১৯ বাউন্ডারিতে খেলেছেন ক্যারিয়ারের তৃতীয় শীর্ষ ইনিংস।

রবিবারের খেলা শেষে নিজের সেঞ্চুরি নিয়ে মুমিনুলের ব্যাখ্যা, ‘এই সেঞ্চুরি থেকে আমি অনেক কিছু শিখেছি। এই সেঞ্চুরি অন্যগুলোর চেয়ে খুবই আলাদা। অনেক চেষ্টা ও একাগ্রতার সঙ্গে আমাকে ব্যাট করতে হয়েছে। কারণ উইকেট ছিল বেশ কঠিন। তাই এই সেঞ্চুরি ছিল আগেরগুলোর চেয়ে অনেক বেশি কঠিন। আমি এই সেঞ্চুরিকে আমার ক্যারিয়ারের সেরা বলতে পারি।’

চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ২৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে নিরাপদে রাখেন মুমিনুল। অন্য প্রান্তে মুশফিক থাকায় এমন ইনিংস খেলা সহজ হয়েছে বললেন তিনি। পুরো কৃতিত্ব উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দিলেন মুমিনুল, ‘আমার এই ইনিংস গড়তে মুশফিক ভাই সত্যিই সহায়তা করেছে। আমাকে তিনি ভালোভাবে নির্দেশনা দিয়ে গেছেন। আমি আজ বুঝতে পারলাম কেন তাকে দেশের পাঁচ সেরা ক্রিকেটারের একজন বলা হয়। মুশফিক ভাইয়ের সঙ্গে আমি যখন ব্যাট করছিলাম, তখন তিনি আমাকে উপদেশ দিলেন এবং আমার পুরো ইনিংসে সেটা করে গেছেন। আর সেটাই আমার ব্যাটিংয়ের সহায়ক হয়েছে।’

 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা