X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারতের শেষ বলের জয়ে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ২২:৫৯আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ০২:১০

ধাওয়ানের ক্যারিয়ার সেরা ইনিংসে জিতল ভারত শিখর ধাওয়ান ও ঋষভ পন্থের ব্যাটিংয়ে সহজ জয়ের পথে ছিল ভারত। কিন্তু শেষ দুই ওভারে তাদের দুজনকে আউট করে ম্যাচে উত্তেজনা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। যদিও হোয়াইটওয়াশ এড়াতে পারেনি তারা। শেষ বলে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে ভারত। ৬ উইকেটের এই জয়ে ৩-০ তে এগিয়ে থেকে সিরিজ শেষ করল তারা।

আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে করে ১৮১ রান। ভারত জবাবে ৪ উইকেট হারিয়ে করে ১৮২ রান।

চেন্নাইয়ে টস জিতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বোলিং আক্রমণে এদিন ছিলেন না কুলদীপ যাদব, উমেশ যাদব ও জসপ্রীত বুমরাহ। স্বাগতিকদের এই শূন্যতার সুযোগে শুরু থেকে মারকুটে ছিল উইন্ডিজ। প্রথম পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫১ রান করে তাদের দুই ওপেনার শাই হোপ ও শিমরন হেটমায়ার।

যুজবেন্দ্র চাহাল তার টানা দুই ওভারে দুজনকে ফিরিয়ে রানের গতি কিছুটা কমান। হোপ ২৪ ও হেটমায়ার ২৬ রানে আউট হন। ১৩তম ওভারের পঞ্চম বলে দিনেশ রামদিন (১৫) বিদায় নিলে ঝড় তোলেন নিকোলাস পুরান ও ড্যারেন ব্রাভো।

শেষ ৭.১ ওভারে তারা ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ২৫ বলে চারটি করে চার ও ছয়ে ৫৩ রানে অপরাজিত ছিলেন পুরান। দুটি করে চার ও ছয়ে ৩৭ বলে ৪৩ রানে খেলছিলেন ব্রাভো।

চাহাল ভারতের পক্ষে সবচেয়ে বেশি দুই উইকেট নেন।

জবাব দিতে নেমে ৫.২ ওভারে ৪৫ রানে ভারত দুই উইকেট হারায়। কিন্তু শিখর ধাওয়ান ও ঋষভ পন্থর দুর্দান্ত হাফসেঞ্চুরিতে জয়ের পথে ফেরে স্বাগতিকরা। ১৩০ রানের দুর্দান্ত এক জুটি গড়ে মাঠ ছাড়েন পন্থ। জয় থেকে ৭ রান দূরে থাকতে তাকে বোল্ড করেন কিমো পল। ৩০ বলে টি-টোয়েন্টির প্রথম ফিফটি হাঁকান পন্থ। তার ৫৮ রানের ঝড়ো ইনিংস সাজানো ছিল ৫ চার ও ৩ ছয়ে, বল খেলেছেন ৩৮টি।

তবে পলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে উত্তেজনা ফেরে। শেষ ওভারে ৫ রান দরকার ছিল ভারতের। কিন্তু ফ্যাবিয়ান অ্যালেনের পঞ্চম বলে ধাওয়ান আউট হলে শেষ বলে তাদের দরকার পড়ে ১ রান। মনীষ পান্ডে সেই রানটা নিয়ে দলকে জেতান।

৬২ বলে ১০ চার ও ২ ছয়ে ৯২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ধাওয়ান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া