X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ডার্বিতে ম্যানসিটির কাছে ম্যানইউর হার

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০১৮, ০১:২০আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ০১:৩১

আগুয়েরোকে ঘিরে সতীর্থদের গোল উদযাপন রবিবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারাল ম্যানচেস্টার সিটি। তাতে ফুলহ্যামের বিপক্ষে ২-০ গোলে জেতা লিভারপুলকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ফিরে পেল বর্তমান চ্যাম্পিয়নরা। একই দিন ঘরের মাঠে ড্র করেছে চেলসি ও আর্সেনাল।
বার্নার্দো সিলভার কাট ব্যাকে ১২ মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন দাভিদ সিলভা। বিরতির পর ৪৮ মিনিটে ২-০ করেন সের্হিয়ো আগুয়েরো। এতে ম্যানচেস্টার ডার্বিতে সবচেয়ে বেশি ৮ গোল করে সাবেক ম্যানইউ ফরোয়ার্ড ওয়েন রুনির পাশে বসেন তিনি।

অ্যান্থনি মার্শাল পেনাল্টি থেকে ৫৮ মিনিটে একটি গোল শোধ দিলেও গত মৌসুমের মতো ঘুরে দাঁড়াতে পারেনি ম্যানইউ। এই ইতিহাদ স্টেডিয়ামে আগের দেখায় ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জিতেছিল তারা।

ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে ইকে গুন্দোগান ম্যানসিটির তৃতীয় গোল করেন।

আগের দেখায় জোড়া গোল করা পল পগবা ইনজুরিতে এদিন মাঠে ছিলেন না। নিজের ৩০০তম প্রিমিয়ার লিগ ম্যাচে হোসে মরিনহো ৫৭ মিনিটে জেসি লিনগার্ডের বদলি করে রোমেলু লুকাকুকে মাঠে নামান। পরের মিনিটেই এদারসনের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন বেলজিয়ান ফরোয়ার্ড। তাতে গোল করলেও নাটকীয় প্রত্যাবর্তন হয়নি ইউনাইটেডের।

এই জয়ে নগরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান বাড়াল ম্যানসিটি। ৩২ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। আর হোসে মরিনহোর ম্যানইউ (২০) শীর্ষ ৪ থেকে ৭ পয়েন্ট দূরে।

শেষ মুহূর্তে আর্সেনাল গোল আদায় করল এদিন অ্যানফিল্ডে বিতর্কিত জয় পেয়েছে লিভারপুল। আলেক্সান্দার মিত্রোভিচের হেড থেকে ফুলহ্যামের গোল অফসাইডে বাতিল হওয়ার ১৪ সেকেন্ড পরই মোহাম্মদ সালাহর লক্ষ্যভেদে এগিয়ে যায় তারা। অ্যান্ড্রু রবার্টসনের ক্রস থেকে দারুণ ভলিতে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন জারদান শাকিরি।

১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা দুই নম্বরে।

চেলসি ও এভারটন প্রাণহীন ম্যাচে গোলশূন্য ড্র করেছে। এতে প্রিমিয়ার লিগে টানা ১২ ম্যাচ অজেয় থাকার মর্যাদা ধরে রেখেছে চেলসি। এই ড্রয়ে অজেয় থাকার ২৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা।

এদিকে লিগে টানা তিন ম্যাচ ড্রয়ের স্বাদ পেয়েছে আর্সেনাল। উলভসের কাছে ১৩ মিনিটে পিছিয়ে পড়ে তারা। এমনকি হারের শঙ্কায় পড়েছিল গানাররা। শেষ পর্যন্ত চার মিনিট আগে হেনরিখ মিখিতারিয়ানের দূর পাল্লার লক্ষ্যভেদী শটে ১-১ গোলে ড্র আদায় করে তারা।

১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আর্সেনাল। ২৭ পয়েন্টে চতুর্থ স্থানে টটেনহ্যাম হটস্পার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
ব্যাংকের একীভূত প্রক্রিয়া কি আলোর মুখ দেখবে?
ব্যাংকের একীভূত প্রক্রিয়া কি আলোর মুখ দেখবে?
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট