X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে নেপালের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ২২:৫৩আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২২:৫৩

বাংলাদেশ দলের খেলোয়াড়রা অলিম্পিক ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশের মেয়েরা প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি। টানা দুই ম্যাচ হেরে ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিতে হয়েছে গোলাম রব্বানী ছোটনের দলকে। আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে সাবিনা-মারিয়ারা।

বাংলাদেশের মেয়েরা দাঁড়াতেই পারেনি বাছাই পর্বের এই প্রতিযোগিতায়। স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ৫-০ গোলে হারের পর ভারতের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে ৭-১ গোলে। আগেই বিদায়ঘণ্টা বেজে যাওয়া বাংলাদেশ তবু সান্ত্বনা পাবে যদি নেপালকে হারাতে পারে। যদিও এই ম্যাচটিও সহজ হবে না লাল-সবুজ জার্সিধারীদের জন্য। কেননা গ্রুপের অন্য দুই দলের মতো নেপালও কম শক্তিধর নয়, মিয়ানমার ও ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

বাংলাদেশের খেলোয়াড়দের গড় বয়স ১৮। বয়সভিত্তিক খেলোয়াড়দের নিয়ে মূল আসরে লড়াই করা কঠিন, সেটা বুঝতে পারছেন কোচ ছোটন। তার কথায়, ‘আমাদের খেলোয়াড়ের গড় বয়স ১৮। এমন খেলোয়াড়দের নিয়ে বড় আসরে লড়াই করা কঠিন। কিন্তু এই সফরে বড় বার্তা পেয়েছি, অভিজ্ঞতা হয়েছে। তবে আমাদেরও ভবিষ্যতে সময় আসবে। ঘুরে দাঁড়াতে পারব।’

নেপালের বিপক্ষে যতদূর সম্ভব প্রতিরোধের লক্ষ্য বাংলাদেশের। নিজেদের রক্ষণ ঠিক রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্য। এই গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত ও মিয়ানমার শীর্ষে। অন্যদিকে সমান ম্যাচে নেপালের পয়েন্ট ২, আর বাংলাদেশের পয়েন্ট শূন্য।

অলিম্পিকের প্রাথমিক পর্বের বাছাইয়ে চার গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্স-আপ খেলবে দ্বিতীয় রাউন্ডে। সেখানে আগে থেকেই আছে উজবেকিস্তান ও ভিয়েতনাম। তৃতীয় রাউন্ডে যাবে তিন দল। সেখানে আগে থেকেই অপেক্ষা করছে পাঁচটি দল। ফাইনাল পর্ব হবে চার দল নিয়ে। শীর্ষ দুটি দল যাবে ২০২০ সালের টোকিও অলিম্পিকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা