X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোনালদোকে হারিয়ে ‘গোল ফিফটি’ মদরিচের

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৮, ১৯:১৭আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৯:২২

‘গোল ফিফটি’ ট্রফি হাতে লুকা মদরিচ টানা তৃতীয়বার পুরস্কারটি জেতার সুযোগ ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর। তবে এবার তাকে হারিয়ে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’-এর বর্ষসেরা খেলোয়াড়ের সম্মাননা ‘গোল ফিফটি’ জিতেছেন লুকা মদরিচ।

তাতে শেষ হলো রোনালদো ও লিওনেল মেসির যুগ। ২০১০ সালের পর থেকে ‘গোল ফিফটি’ ভাগাভাগি করে নিয়ে এসেছেন সময়ের সেরা দুই খেলোয়াড়। এবার তাদের বৃত্ত ভেঙে ২০১৮ সালের সেরা খেলোয়াড় হয়েছেন মদরিচ। ১২ মাসের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে প্রতি বছর বিশ্বের সেরা ৫০ খেলোয়াড়ের তালিকা করে ‘গোল ডটকম’। সেখানে সেরা খেলোয়াড়টি জেতেন ‘গোল ফিফটি’ ট্রফি।

গতবারের জয়ী রোনালদো ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফর্ম করলেও বিশ্বকাপের বছরে ‘গোল ডটকম’ বেছে নিয়েছে ফুটবল মহাযজ্ঞের পারফরম্যান্স। পর্তুগিজ যুবরাজকে তাই থাকতে হয়েছে দুই নম্বরে। মেসি তো সেরা তিনেও নেই! আর্জেন্টাইন ফরোয়ার্ড রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। তৃতীয় হয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড সালাহ। আর চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কাইলিয়ান এমবাপে। নেইমার নেই সেরা ২০-এর মধ্যেও, হয়েছেন ২৪তম।

রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগের টানা তৃতীয় শিরোপা জিতে বিশ্বকাপে নেমেছিলেন মদরিচ। ক্রোয়েশিয়ার জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই আলো নিজের ওপর নিয়ে নেন এই মিডফিল্ডার। তার অসাধারণ পারফরম্যান্সেই বিশ্বকাপের ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। শিরোপা জেতা না হলেও ফুটবল বিশ্বের হৃদয় জিতে নেয় ক্রোয়েটরা।

তাই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতার পর ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হাতে তুলেছেন মদরিচ। তার আগে ইউরোপিয়ান বর্ষসেরা পুরস্কারও জেতেন তিনি। তার মুকুটে এবার যোগ হলো আরেকটি পালক। ‘গোল ফিফটি’ জেতার পর নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন তিনি এই বলে, ‘এই অ্যাওয়ার্ড পেয়ে আমি ভীষণ খুশি। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এটা গ্রহণ করা এবং একই সঙ্গে দুইজন গ্রেট খেলোয়াড়ের (মেসি ও রোনালদো) পথে পা দেওয়াটা আমার জন্য অনেক গর্বের।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যেকোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যেকোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না