X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

২০২১ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ সোলারি

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০১৮, ১৮:২৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৮:২৮

সান্তিয়াগো সোলারি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ১০ দিন দেখতে চেয়েছিলেন সান্তিয়াগো সোলারি। সেই দেখাটা ‘পাকা’ করে নিলেন আর্জেন্টাইন কোচ। রিয়াল মাদ্রিদ তাকে স্থায়ী নিয়োগ দিয়েছে। ২০২১ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।

‘অস্থায়ী’ দায়িত্ব পেয়ে চার ম্যাচের চারটিতেই রিয়ালকে জিতিয়েছেন সোলারি। তার স্থায়ী নিয়োগ পাওয়ার গুঞ্জন তাই ক্রমেই দানা বাঁধছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে এই আর্জেন্টাইনের সঙ্গে স্থায়ী চুক্তি করেছে মাদ্রিদের ক্লাবটি। চলতি মৌসুমের সঙ্গে আরও দুই মৌসুম সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্ব থাকবে তার হাতে।

২০২০-২১ মৌসুম পর্যন্ত সোলারির সঙ্গে চুক্তি করার খবর নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে ‘লস ব্লাঙ্কোস’ জানিয়েছে, ‘আজ (মঙ্গলবার) রিয়াল মাদ্রিদের বোর্ড আলোচনায় বসেছিল। এবং সেখানে সান্তিয়াগো সোলারিকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত মূল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বাজে পারফরম্যান্সে জুলেন লোগেতেগিকে বরখাস্ত করে রিয়াল। তাকে ছাঁটাই করার পর অস্থায়ীভাবে ‘বি’ দলের কোচ সোলারির হাতে দায়িত্ব তুলে দেয় তারা। একই সঙ্গে খুঁজতে থাকে লোপেতেগির উত্তরসূরি। যেখানে সবচেয়ে বেশি শোনা গেছে জুভেন্টাস ও চেলসির সাবেক কোচ আন্তোনিও কন্তের নাম। তবে ইতালিয়ান কোচ নিজেকে এই আলোচনা থেকে দূরে সরিয়ে নেন ‘নতুন মৌসুমের মিশনে’ চোখ রাখায়।

এরপরই সোলারিকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ডাগ আউটে দাঁড়ানো চার ম্যাচেই জয় তুলে নিয়েছেন তিনি। গত সপ্তাহে ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে জিতে চলতি মৌসুমে প্রথমবারের মতো টানা তিন জয়ের স্বাদ দেন রিয়ালকে। এরপর পারফরম্যান্সে ধারা সচল রেখে গত রবিবার সেল্তা ভিগোকে ৪-২ গোলে হারিয়ে তার অধীনে মাদ্রিদের অভিজাতরা পায় টানা চতুর্থ জয়। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ