X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দেড় মাস পর ব্যাট ধরলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ২০:১৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২০:১৪

দেড় মাস পর ব্যাট ধরলেন সাকিব প্রায় দেড় মাস পর ব্যাট হাতে নিলেন সাকিব আল হাসান। বুধবার ব্যাটিং অনুশীলন করেছেন তিনি বেশ খানিক সময়। লম্বা বিরতি শেষে ব্যাটিংয়ে নেমে সন্তুষ্টি ঝরেছে সাকিবের কণ্ঠে।

এশিয়া কাপের সময় আঙুলের চোটটা মারাত্মক আকার ধারণ করেছিল সাকিবের। তাই ২৬ সেপ্টেম্বর ফোলা আঙুল নিয়ে দুবাই থেকে দেশে ফিরতে হয়েছিল তাকে। এরপর দেশে ও বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এই অলরাউন্ডারের বাঁ হাতের আঙুলের চিকিৎসা চলে। অস্ত্রোপচারের কথা থাকলেও ভবিষ্যতের চিন্তা করে সেটা আর করেননি তিনি। এই অবস্থায় প্রায় দেড় মাস পর বুধবার মিরপুরের একাডেমিতে ব্যাট হাতে নিলেন সাকিব। প্রথম দিন স্পিনারদের বিপক্ষে ব্যাট করেছেন তিনি।

ব্যাটিং নিয়ে সংবাদমাধ্যমকে সাকিব বলেছেন, ‘মাত্রই প্রথম ব্যাটিং করলাম। স্পিন দিয়ে ধীরে ধীরে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো। ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন পেস বাড়বে, ভলিউম বাড়বে, তখন বোঝা যাবে। প্রথম দিন হিসেবে আমি বলব, অনেক ভালো কেটেছে সময়।’

আপতত ব্যাটিং নিয়েই কাজ করবেন তিনি। ধাপে ধাপে ফিল্ডিং ও বোলিং শুরু করবেন বলে জানিয়ছেন এই অলরাউন্ডার, ‘সবই ধীরে ধীরে শুরু হবে। কাল-পরশু থেকে হয়তো ফিল্ডিং ও বোলিং শুরু করব। সব কিছুর জন্য সময় লাগবে। একবারেই সব শুরু করা সম্ভব হবে না। এভাবে উন্নতি হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করব।’

ব্যাটিং অনুশীলন করলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। সাকিবও জানালেন তাড়াহুড়ো করতে চান না তিনি, ‘আস্তে আস্তে শুরু করেছি। এরপর পেস বাড়ার পর বুঝতে পারব কী হচ্ছে। দ্রুত কিছু করা যাবে না- এটা হলো প্রথম কথা। কয়েক দিনের ভেতর বুঝতে পারব কী হবে।’

বাঁ হাতের কনিষ্ঠায় চলতি বছরের জানুয়ারিতে চোট পান সাকিব। এরপরও ব্যথানাশক ইনজেকশন নিয়ে নিদাহাস ট্রফি, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেছেন। এশিয়া কাপের আগে আঙুলে অস্ত্রোপচার করাতে আগ্রহ প্রকাশ করলেও ‘বিসিবির চাওয়াতে’ তা না করেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় খেলতে দুবাই গিয়েছিলেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা