X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন তো মাশরাফি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৭:১৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৭:৪৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন তো মাশরাফি? সামনেই জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে সূচিও প্রকাশ হয়েছে, সব ঠিকঠাক থাকলে ৩০ ডিসেম্বর হবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ৯ থেকে ১৪ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিশ্চিতভাবেই নির্বাচনের আগে নড়াইলে নিজ আসনে ব্যস্ততা বেড়ে যাবে মাশরাফির। যে কারণে ওয়ানডে সিরিজে মাশরাফির না খেলার গুঞ্জন উঠেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফির থাকা, না থাকা নিয়ে তৈরি হওয়া জট খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের পর নাজমুল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কঠিন প্রশ্ন। ওর মনোনয়ন ফরম জমা দেওয়ার একটা তারিখ আছে। কবে পূরণ করবে, ওখানে ওর কর্মসূচি কী- ঠিক জানি না। আজ (বৃহস্পতিবার) ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। তখন বিস্তারিত কথা হবে। যদি সুযোগ থাকে সে অবশ্যই খেলবে। একদিনের জন্যও যদি সময় থাকে, সে অবশ্যই খেলবে। খেলাটা ওর কাছে সবসময়ই প্রাধান্য পাবে।’ 

বোর্ড প্রধানের মতো মাহমুদউল্লাহও জানালেন, মাশরাফি সুস্থ থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন, ‘ইনশাআল্লাহ মাশরাফি ভাইকে পাবো। সে আমাদের ওয়ানডে অধিনায়ক। উনি যদি সুস্থ থাকেন, আমরা অবশ্যই আমাদের মাঝে পাবো।’

মাশরাফির নির্বাচক করা প্রসঙ্গে নাজমুলের বক্তব্য, ‘মাশরাফি কতদিন খেলবে, ঠিক নিশ্চিত না। ওর যে শারীরিক অবস্থা, এখনও যে খেলছে এটাই তো অনেক। ও খেলোয়াড় হিসেবে খেলে না, আমাদের দলে অধিনায়ক হিসেবে খেলে। ওর অধিনায়কত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ওর মতো অধিনায়ক খুঁজে পাচ্ছি না, পাবও না মনে হয়! মাশরাফি হয়তো বিশ্বকাপের পরই অবসরে যাবে। এমনটা হলে এর চেয়ে ভালো প্রস্থান আর কিছু হতে পারে না। কয়েক মাস পর যদি ও অবসর নেয়, তাহলে এই সাড়ে চার বছর করবে কী? নতুন করে ক্রীড়াক্ষেত্রে জোরালো অবস্থান রাখতে পারবে বলেই আমার বিশ্বাস।’

শুরুতে সাকিবও নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু আরও কিছুদিন ক্রিকেট খেলার কারণেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই অলরাউন্ডার। সাকিবের নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে বোর্ড প্রধান বলেছেন, “সাকিবও নির্বাচন করতে চেয়েছিল। সে আরও ৪-৫ বছর খেলবে। সাকিবকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ঠিক আছে তুমি খেলো। তোমার আপাতত নির্বাচন করার প্রয়োজন নেই।’’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া