X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ওয়েস্ট ইন্ডিজের জন্য স্পিন ফাঁদ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ২০:১০আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:১২

বাংলাদেশে এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই আলোচনায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। কেননা এক সপ্তাহের ব্যবধানে ক্যারিবিয়নাদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস-টেন্ডাই চাতারাদের বিপক্ষে কঠিন লড়াই করতে হয়েছে ব্যাটসম্যানদের, সেখানে শ্যানন গ্যাব্রিয়েল-কেমার রোচদের বিপক্ষে বাংলাদেশ কী করবে- প্রশ্নটা এসেই যাচ্ছে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ভাগাভাগির পর সংবাদ সম্মেলনে বেশিরভাগ প্রশ্নই হলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে। ২২ নভেম্বর চট্টগ্রাম টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া লড়াইয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে পরিকল্পনা, বিশেষ করে তাদের পেসারদের নিয়ে বাংলাদেশ কী ভাবছে, প্রাধান্য পেয়েছে এই বিষয়গুলো।

ক্যারিবিয়ানদের পেস আক্রমণ নিয়েই বেশি দুশ্চিন্তা। তাদের আটকাতে স্পিন নির্ভর পিচ বানানোর পরিকল্পনা বাংলাদেশের, যেমনটা করা হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে। এ ব্যাপারে মাহমুদউল্লাহ বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে চিন্তা করতে হবে, আমাদের কেমন উইকেট প্রয়োজন। ওদের দলও আমাদের দেখতে হবে। আমরা সবসময় যে স্পিন নির্ভর উইকেট করি, সেই দিকেই হয়তো যাব।’

ভারতের বিপক্ষে সিরিজ শেষেই বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত সফরে ভালো করতে পারেনি ক্যারিবিয়ানরা। স্পিনের বিপক্ষে রীতিমতো খাবি খেয়েছে দলটি। এরপরও ভারত সফরের অভিজ্ঞতা তাদের কাজে দেবে বলে মনে করছেন সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলানো এই ব্যাটসম্যান, ‘ওরা কিছুদিন আগে ভারতের বিপক্ষে সিরিজ খেলেছে। যেটা কিছুটা হলেও ওদের সাহায্য করতে পারে। যদিও এখানকার কন্ডিশন কিছুটা ভিন্ন। আমরা যদি আমাদের হোম কন্ডিশন আমাদের মতো করে নিতে পারি, তাহলে ম্যাচের ফল আমাদের পক্ষে আসতেও পারে।’

সঙ্গে যোগ করেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, তার ওপরই নির্ভর করছে আমাদের সাফল্য। যে কোনও পরিস্থিতির জন্য আমাদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। তবু উন্নতির জায়গা দেখছেন মাহমুদউল্লাহ, ‘ম্যাচ জিতলেও সেখানে উন্নতির জায়গা থাকে। এই ম্যাচ জিতে আমারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামব। আমি মনে করি এই জয়টি আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’

কথাটা শেষ করেই তিনি বললেন, ‘ব্যাটসম্যানদের জন্য ভালো হয়েছে (ঢাকা টেস্ট), অনেকেই ভালো করেছে। সবাই একসঙ্গে ভালো করবে না। যার যার পজিশন থেকে সবাই চেষ্টা করছে। এই ম্যাচে রান পাওয়াতে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস আরও ভালো হবে। এই আত্মবিশ্বাস ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও কাজে দেবে।’

ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ নিয়ে মাহমুদউল্লাহর বক্তব্য, ‘ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অনেক ভালো। দলে আছে রোচ, গ্যাব্রিয়েলের মতো পেসার। এদের সবাইকে আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলেছি। ওই অভিজ্ঞতা আমাদের এখানে কাজে দেবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়