X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

যেখানে ব্যতিক্রম কামরুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ২১:১৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:২৬

কামরুজ্জামান জাতীয় হ্যান্ডবলের ২৮তম আসর চলছে। জেলার পাশাপাশি সার্ভিসেস দলগুলো অংশ নিচ্ছে। এখানে অনেক খেলোয়াড় আছেন যারা শুধু হ্যান্ডবল খেলে দিন যাপন করেন। বাকি মৌসুমে বিভিন্ন সার্ভিসেস ও সংস্থাতে চাকরি করতেও দেখা যায় তাদের। এক্ষেত্রে ব্যতিক্রম একজন- মোহাম্মদ কামরুজ্জামান।

ঢাকা জেলার হয়ে শুধু হ্যান্ডবলই খেলছেন না তিনি। নর্থ সাউথে বিবিএ পড়ছেন। একাধারে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের হ্যান্ডবল কোচও। একই সঙ্গে স্কাউটেরও শিক্ষক। আবার একটি বেসরকারি সংস্থায় চাকরিও করছেন। হ্যান্ডবল খেলছেন অনেকটা শখের বসে। পাশাপাশি এই স্বপ্নও লালন করে চলেছেন, ‘যদি কোন একসময় জাতীয় দলে জায়গা হয়।’

স্বচ্ছল পরিবারের সন্তান কামরুজ্জামান। তার বাবা রবিউল ইসলাম কাস্টমস কর্মকর্তা। মা কামরুন্নাহর গৃহিনী। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নবম শ্রেণিতে পড়ার সময় থেকে হ্যান্ডবলের সঙ্গে সম্পৃক্ততা। অথচ এক সময় ফুটবলার হওয়ার স্বপ্ন ছিলো তার। ভাগ্যক্রমে তা না হয়ে জড়িয়েছেন হ্যান্ডবলে, ‘ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল। স্কুলে পড়ার সময় এয়ারটেলের অধীনে ফুটবলের প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে এসেও ট্রায়াল দেওয়ার সুযোগ হয়নি। একপর্যায়ে স্কুলের টিচার হ্যান্ডবলে খেলার আমন্ত্রণ জানান। তখন থেকেই হ্যান্ডবলের সঙ্গে আছি।’

এরপর থেকে হ্যান্ডবলকেই ধ্যান-জ্ঞান মনে করছেন কামরুজ্জামান। এ নিয়ে তার স্বপ্ন, ‘জাতীয় দলে খেলার স্বপ্ন আমার। জানি সুযোগ পাওয়াটা সহজ না। তারপরেও অনেকদিন ধরে আছি। চেষ্টা করতে দোষ কোথায়।’

এই হ্যান্ডবল খেলাতে বাবা-মা ও বন্ধুদের কাছ থেকে উৎসাহ পেয়ে থাকেন। সেই উৎসাহের কথা জানিয়ে তিনি বলেন, ‘হ্যান্ডবল হয়তো ক্রিকেট-ফুটবলের মতো জনপ্রিয় না। তাই বলে আমি উৎসাহ কম পাই না। আমার প্রতিযোগিতামূলক খেলা হলেই বন্ধুরা তো টেলিভিশনের ভিডিও ক্লিপ পাঠিয়ে দেয়। আর বাবা-মার তো সবসময় অনুপ্রেরণা আছেই। তাই যতদিন ফিটনেস থাকবে ততদিন এই খেলাটা খেলে যাবো।’

তাই বলে অন্যদের মতো হ্যান্ডবল খেলে চাকরি প্রত্যাশী নন কামরুজ্জামান। তার ইচ্ছা, ‘হ্যান্ডবল খেলে এখান থেকে চাকরির সংস্থান করতে হবে তা কিন্তু না। আমি মনের আনন্দে খেলে থাকি। ইচ্ছা আছে এই খেলাটার সঙ্গে ভবিষ্যতেও জড়িয়ে থাকতে চাই। এছাড়া অন্য মাধ্যমে চাকরি কিংবা অন্য কিছু করার ইচ্ছে আছে।’

একাধারে ছাত্র, কোচ, খেলোয়াড়, স্কাউটের টিচার, আবার চাকরি। কীভাবে সবকিছু সামলাচ্ছেন? উত্তরে কামরুজ্জামান বলেছেন, ‘আসলে সবকিছু সূচি মেনেই করে থাকি। সেভাবে সমন্বয় করে নিয়েছি। যখন যেটা দরকার সেটাই করি। ফাঁকে ফাঁকে সব করে থাকি। একটার জন্য অন্যটায় যেনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। একটু কঠিন হলেও সবকিছুই আমি উপভোগ করে থাকি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া