X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শেষ মুহূর্তের গোলে স্পেনকে হারাল ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০১৮, ১০:৩৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১১:৫৯

জেদভাজের শেষ মুহূর্তের গোলে জিতল ক্রোয়েশিয়া গত সেপ্টেম্বরে ৬-০ গোলে স্পেনের কাছে বিধ্বস্ত হয়েছিল ক্রোয়েশিয়া। দুই মাস পর তারই প্রতিশোধ তারা নিলো ৩-২ গোলে স্প্যানিশদের হারিয়ে। বৃহস্পতিবার ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জিতে উয়েফা নেশনস লিগে গ্রুপ চারের লড়াই জমিয়ে তুলেছে গত বিশ্বকাপের ফাইনালিস্টরা।

গ্রুপে চার ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে স্পেন। কিন্তু নকআউটে খেলার ভাগ্য আর তাদের হাতে নেই। ৩ ম্যাচে সমান ৪টি করে পয়েন্ট নিয়ে রবিবার ওয়েম্বলিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ওই ম্যাচের জয়ী দল শীর্ষে থেকে শেষ করবে গ্রুপ পর্ব, আর নিশ্চিত করবে সেরা চার। শুধু দুই দলের ড্রই স্পেনের শীর্ষস্থান ধরে রাখতে পারে।

দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো স্পেনের বিপক্ষে ক্রোয়েটদের জয়ের নায়ক তিন জেদভাজ। প্রথমবার জাতীয় দলের হয়ে গোল করলেন, তার জোড়া লক্ষ্যভেদে নেশনস লিগের নকআউট খেলার আশা বাঁচিয়ে রাখল তারা।

জাগরেবে স্ট্রাইকার আন্দ্রে ক্রামারিচের গোলে ৫৬ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। দুই মিনিট পরই স্পেনের জার্সিতে প্রথম গোল করে সমতা ফেরান দানি কেবায়োস। জেদভাজ ৬৯ মিনিটে খুব কাছ থেকে লক্ষ্যভেদী হেডে আবার এগিয়ে দেন ক্রোয়েটদের। কিন্তু ৭৮ মিনিটে সের্হিয়ো রামোসের পেনাল্টি গোল হতাশ করেছিল তাদের। তবে আশা হারায়নি স্বাগতিকরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিচু শটে স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে গেয়াকে পরাস্ত করেন জেদভাজ।

সেমিফাইনালে উঠতে আত্মবিশ্বাসী ক্রোয়েট কোচ জ্লাৎকো দালিচ, ‘আমাদের এই জয় উপভোগ করতে হবে এবং আমাদের সেরাটা খেলতে হবে পরের ম্যাচে। আমি নিশ্চিত ইংল্যান্ডকে হারানোর যোগ্যতা আমাদের আছে।’ রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর স্মৃতি এখনও যে অমলিন।

লিগের আরেক ম্যাচে মিচি বাতশুয়াইয়ের জোড়া গোলে ২-০ তে আইসল্যান্ডকে হারিয়েছে বেলজিয়াম। দুই নম্বর গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। নকআউট নিশ্চিত করতে রবিবার গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়ানরা। অন্তত ড্র করলেই সেমিফাইনালে উঠবে তারা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট সুইসদের। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ