X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সেই শ্রাবসোল এবার ‘হ্যাটট্রিক গার্ল’

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, ১৪:৪০আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৪:৪০

‘হ্যাটট্রিক গার্ল’ অ্যানিয়া শ্রাবসোল গত বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর নামটা ছড়িয়ে পড়েছিল গোটা ক্রিকেট বিশ্বে। মাঝে হয়তো সেভাবে আলোচনা হয়নি অ্যানিয়া শ্রাবসোলকে নিয়ে। তবে আরেকটি বিশ্বকাপ আসতেই ইংলিশ পেসার চলে এলেন প্রচারের আলোতে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ছাপ ফেললেন শ্রাবসোল। কুড়ি ওভারের প্রতিযোগিতায় ইংল্যান্ডের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে তিনি পূরণ করলেন হ্যাটট্রিক।

শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন শ্রাবসোল। তার তোপের সঙ্গে ন্যাট স্কিভারের (৪-১-৪-৩) দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার মেয়েদের মাত্র ৮৫ রানে অলআউট করে ইংল্যান্ড। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গিয়ে ইংলিশরা পেয়েছে ৭ উইকেটে সহজ জয়। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ায় ক্যারিবিয়ানদের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের।

টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার শেষ তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন শ্রাবসোল। ২০তম ওভারের প্রথম বলে শাবনিম ইসমাইলকে বোল্ড করে শুরু হয় শ্রাবসোলের হ্যাটট্রিক-যাত্রা। পরের বলে মাসাবাতা ক্লাসকে ফেরান ক্যাচ আউট করে, আর তাতে তৈরি হওয়া হ্যাটট্রিক সম্ভাবনা বাস্তরে রূপ দেন তৃতীয় বলে ইয়োলানি ফুরিয়েকে বোল্ড করে। এই ‘হ্যাটট্রিক গার্ল’-এর বোলিং ফিগারটা এমন- ৩.৩-১-১১-৩।

ঘরের মাঠে গত বছরের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রাবসোলের দুর্দান্ত পারফরম্যান্সেই শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে এই পেসার ৪৬ রান খরচায় তুলে নিয়েছিলেন ৬ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি হয়েছিলেন ফাইনালের সেরা খেলোয়াড়ও।

ওয়ানডে বিশ্বকাপের পর শ্রাবসোল এবার জ্বলে উঠলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুর্দান্ত হ্যাটট্রিকে নতুন করে দিলেন সামর্থ্যের প্রমাণ। জ্বলে ওঠা এই পেসারে শিরোপার স্বপ্নটা আরও বড় হলো ইংল্যান্ডের। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন