X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে সাকিব-সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৮, ১৪:৫৮আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৬:৪১

চোট কাটিয়ে ফিরেছেন সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট দলের দরজা খুলে গেছে সৌম্য সরকারের।

রবিবার দুপুরে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস, আবু জায়েদ রাহী, নাজমুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

সাকিব ও সৌম্যর ফেরার সিরিজে স্কোয়াডে সুযোগ পেয়েছেন অফস্পিনার নাঈম হাসান। ১০ মাসের ব্যবধানে আবার টেস্ট দলে জায়গা পেলেন তিনি। তরুণ এই ডানহাতি স্পিনার গত জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন, যদিও খেলা হয়নি তার।

বাঁ হাতের কনিষ্ঠায় চলতি বছরের জানুয়ারিতে চোট পান এই অলরাউন্ডার। এরপরও ব্যথানাশক ইনজেকশন নিয়ে নিদাহাস ট্রফি, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেছেন তিনি। কিন্তু এশিয়া কাপের সময় আঙুলের চোটটা মারাত্মক আকার ধারণ করায় ২৬ সেপ্টেম্বর ফোলা আঙুল নিয়ে দুবাই থেকে দেশে ফিরতে হয়েছিল সাকিবকে। এরপর দেশে ও বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এই অলরাউন্ডারের বাঁ হাতের আঙুলের চিকিৎসা চলে। অস্ত্রোপচারের কথা থাকলেও ভবিষ্যতের চিন্তা করে সেটা আর করেননি তিনি। এই অবস্থায় প্রায় দেড় মাস পর গত ১৪ নভেম্বর মিরপুরের একাডেমিতে প্রথমবার ব্যাট হাতে নেন সাকিব। গত কয়েকদিন অনুশীলন করেই ফিরলেন টেস্ট ক্রিকেটে।

এদিকে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেয়েছেন সৌম্য ও নাঈম। দিনকয়েক আগে শেষ হওয়া এনসিএলে ব্যাট-বল হাতে দুর্দান্ত সময় কেটেছে সৌম্যর। খুলনার হয়ে ৫ ম্যাচে ৬৭.২৮ গড়ে ৪৭১ রান এসেছে তার ব্যাট থেকে। এক সেঞ্চুরি ও চার হাফসেঞ্চুরিতে তিনি লিগের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে লিগের সর্বোচ্চ উইকেট শিকারি নাঈম। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা পান এই অফস্পিনার। চমক জাগিয়ে দলে সুযোগ পেলেও সেবার খেলা হয়নি নাঈমের। প্রথম শ্রেণির ক্রিকেটের ১৫ ম্যাচে ১৭ বছর বয়সী এই তরুণের শিকার ৪৮ উইকেট।

আগামী ২২ নভেম্বর দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম হাসান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী