X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

২১ নভেম্বর নতুন আঙ্গিকে শুরু বিসিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৮, ২০:৩১আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২০:৩৭

২১ নভেম্বর নতুন আঙ্গিকে শুরু বিসিএল চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। ঠিক তার আগের দিন মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল।

বিসিএলের সপ্তম আসর আয়োজিত হবে বেশ কিছু ‘নতুন’কে সঙ্গী করে। এবার  প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে নিজেদের গুছিয়ে নিয়েছে চারটি দল। গতবার অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্যে থেকে ৬ জনকে ‘রিটেইন’ বা ধরে রাখতে পারবে দলগুলো।

 গত ৮ নভেম্বর শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো পারফরম্যান্সের ভিত্তিতে শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হয়েছে ড্রাফট। এবার অন্য অঞ্চলের ক্রিকেটার দলে নেওয়ার সুযোগও থাকছে।

নতুন নিয়ম নিয়ে বিসিবি উত্তরাঞ্চলের কোচ খালেদ মাসুদ পাইলটের মন্তব্য, ‘এটা টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত। এবার ৬ জন খেলোয়াড় রিটেইন করার সুযোগ আছে। বাকি খেলোয়াড়দের ড্রাফট থেকে নিয়েছি আমরা। মূলত দেশের উত্তরাঞ্চলের ক্রিকেটারদের নিয়ে দল গড়ার চেষ্টা করেছি।’

নতুন আঙ্গিকে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে মনে করছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ক্রিকেটার তুষার ইমরান, ‘ইমরুল কায়েস, জিয়াউর রহমানের মতো কয়েকজন ভালো খেলোয়াড় হাতছাড়া হয়ে গেছে আমাদের। তবে তাদের জায়গায় রকিবুল, শফিউল, আল-আমিন, রাব্বীকে পেয়েছি। মনে হচ্ছে এবারের বিসিএলে দারুণ লড়াই হবে।’

৬ রাউন্ডের টুর্নামেন্টের চারটি ভেন্যু রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম ও সিলেট। প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অন্য ম্যাচে খেলবে বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।

এবারের বিসিএলকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাধারণত ১৫ জনের দল হলেও বিসিএলের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে ১৩ জনকে। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘যেহেতু বিসিএল শুরু হচ্ছে, তাই টেস্ট দল ছোট রেখেছি আমরা। এর ফলে বিসিএলে অতিরিক্ত দুজন ক্রিকেটার খেলতে পারবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী