X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বোল্টের পেসে আবুধাবি টেস্টে রোমাঞ্চের আভাস

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, ২২:০২আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:০২

বোল্টের উইকেট উদযাপন আবুধাবি টেস্টে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে দ্বিতীয় দিনের খেলা শেষে। মাত্র ১৫৩ রানে গুটিয়ে যাওয়া নিউজিল্যান্ড বড় লিড নিতে দেয়নি পাকিস্তানকে। এতে বড় অবদান কিউই পেসার ট্রেন্ট বোল্টের।

প্রথম ইনিংসে পাকিস্তানকে ২২৭ রানে অলআউট করতে বোল্ট নেন ৪ উইকেট। ৭৪ রানের লিড পায় পাকিস্তানিরা। দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট হারালেও ১ উইকেটে ৫৬ রানে শনিবারের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। ৯ উইকেট হাতে রেখে তারা পিছিয়ে মাত্র ১৮ রানে।

২ উইকেটে ৫৯ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। হারিস সোহেল ও আজহার আলী এদিন বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। দলীয় স্কোর ৯১ থাকতেই টানা দুই ওভারে বিদায় নেন তারা। ইশ সোধি ৩৮ রানে মাঠছাড়া করেন হারিসকে। পরের ওভারে ২২ রানে বোল্টের শিকার হন আজহার।

৯১ রানে ৪ উইকেট হারানোর ধাক্কা পাকিস্তান কাটিয়ে ওঠে আসাদ শফিক ও বাবর আজমের জুটিতে। তাদের ৮৩ রানের জুটি বিচ্ছিন্ন হতেই ভেঙে পড়ে ব্যাটিং লাইন। আসাদ ৪৩ রানে বোল্টকে উইকেট দেন। ফিফটিতে বাবর শেষ পর্যন্ত লড়াই করেছেন, কিন্তু উপযুক্ত সঙ্গ পাননি। তাতে লিডটা খুব বড় হয়নি।

৬২ রানে শেষ ব্যাটসম্যান হয়ে বোল্টের শিকার হন বাবর। তার ১০৯ বলের ইনিংসে ছিল ৫টি চার।

বোল্টের সেরা বোলিং পারফরম্যান্সের সঙ্গে কলিন ডি গ্র্যান্ডহোম ও অভিষিক্ত আজাজ প্যাটেল নেন দুটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের, দ্বিতীয় ওভারেই হারায় উইকেট। টম ল্যাথাম ‘গোল্ডেন ডাক’ এর লজ্জা নিয়ে মাঠ ছাড়েন হাসান আলীর বলে। জিত রাভালের সঙ্গে কেন উইলিয়ামসন শেষ সময় পর্যন্ত ক্রিজে ছিলেন। তাদের ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি রোমাঞ্চকর লড়াইয়ের আভাস দিচ্ছে। রাভাল ২৬ ও উইলিয়ামসন ২৭ রানে অপরাজিত আছেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা