X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় ১৭ বছর পর ইংল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৮, ১৩:২১আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৩:২১

৫ উইকেট নেন জ্যাক লিচ এশিয়াতে খুব বেশি সিরিজ জেতা হয় না ইংল্যান্ডের। ২০১২ সালে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর সেই অসাধ্য আর সাধন করা হয়নি। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে দ্বিতীয় টেস্ট জিতে বিরল সেই কাজটি করে দেখিয়েছে জো রুটের দল। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড জয় পেয়েছে ৫৭ রানে। তাতে তিন ম্যাচের সিরিজ জয়টা নিশ্চিত হয়েছে এক টেস্ট হাতে রেখে।

এমন জয়ের পর তৃপ্ত হতেই পারেন জো রুট। কারণ শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়টা আসলো ১৭ বছর পর। আর রুটের অধিনায়ক হওয়ার পর এটাই তার প্রথম অ্যাওয়ে সিরিজ জয়! বিরল এই কাজটি শেষ করতে আগের দিনই মঞ্চ তৈরি করে রাখে তার দল। ৩০১ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পর চতুর্থ দিন ২২৬ রানে ৭ উইকেট তুলে নেয় ইংল্যান্ড। শেষ দিনে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিলো ৭৫ রান আর হাতে ৩ উইকেট।

এমন অবস্থানে থাকায় ইতিহাসও ইংল্যান্ডকে প্রেরণা জোগাচ্ছিলো টেস্ট জয়ের। কারণ প্রথম বিশ্ব যুদ্ধের পর ৬৫ রান তার বেশি রানের তাড়ায় যাদের হাতে ৩ অথবা ২টি উইকেট হাতে ছিলো সেক্ষেত্রে মাত্র চারটি দলই জয়ের মুখ দেখেছে টেস্টে। তেমন পরিসংখ্যানে ইংল্যান্ডের শেষ দিন বল খরচ করা লাগে মাত্র ২৮টি। তার বিনিময়ে ১৪ রান যোগ করে ২৪৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

শেষ দিনে প্রতিরোধ দেওয়ার হুমকিতে থাকা নিরোশান দিকবেলাকে ৩৫ রানে সাজঘরে ফেরান মঈন। তারপর অধিনায়ক লাকমলকেও বোল্ড করেন। শেষ উইকেটে পুষ্পকুমারাকে ফিরতি ক্যাচে বিদায় দেন লিচ। তার উইকেটটি নিয়ে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট ঝুলিতে ভরলেন লিচ। দ্বিতীয় ইনিংসে বাকি ৪টি নেন মঈন আলী। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক জো রুট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!