X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রথম টেস্ট খেলবেন তো সাকিব?

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৯ নভেম্বর ২০১৮, ১৫:১২আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৭:০০

প্র্যাকটিসে স্বচ্ছন্দেই বল করলেন সাকিব ইনজুরি থেকে ফিরে খুব বেশি দিন হয়নি ব্যাট হাতে নিয়েছেন সাকিব আল হাসান। এর মাঝেই  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তার ডাক পাওয়াটা ছিল প্রায় বিস্ময়ের! এক মাস আগেও কেউ কল্পনা করেনি ২২ নভেম্বর মাঠে নামতে পারবেন! অথচ সাকিবের আগে ফেরার কথা ছিল তামিমেরই। কিন্তু সেই তামিমই হুট করে ছিটকে গেলেন নতুন চোটে।

তবে টেস্ট দলে সুযোগ পাওয়াতেই যে সাকিবের খেলা শতভাগ নিশ্চিত এমন ভাবার উপায় নেই। কেননা এখনো শতভাগ দিয়ে ব্যাটিং কিংবা ফিল্ডিং করতে পারছেন না টেস্ট অধিনায়ক। রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৪৫ মিনিট ব্যাটিং করেছেন স্পিন বল এবং স্লো মিডিয়াম পেস বলের সামনে। সোমবারতো ব্যাটিংয়ে সময় দিলেন খুবই কম। দুই দফাতে ২৫ মিনিটের মতো ব্যাটিং করেছেন। আগের দিন নেটে দুর্দান্ত থাকলেও আজ তেমনটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। যেন খোলসে আটকে গেছেন। মেহেদী হাসানের বেশ কিছু বল মিস হিট করে বোল্ড হলেন কয়েক বার। এদিন পেস বোলারদের বিপক্ষে একটি বলও খেলেননি!

চট্টগ্রামে দ্বিতীয় দিনের অনুশীলন শুরুই হয়েছে ফিল্ডিং দিয়ে। দশ ক্রিকেটারদের দুইভাগে ভাগ করে ফিল্ডিং কোচ রায়ান কুক এবং ফিজিও মারিও ভিল্লাভারায়েন লং শটে ফিল্ডিং অনুশীলন করিয়েছেন। ১০-১২ বার সাকিবের কাছে বল গেলেও দুই-একবার বলকে তালুবন্দী করতে পেরেছেন। বাকি সময়টাতে খুব বেশি অসহায় মনে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। সাকিবের ফিল্ডিং নিয়ে তাই কপালে চিন্তার ভাঁজ থাকছেই।

মাহমুদউল্লাহর সঙ্গে সমানতালে দৌড়ালেন সাকিব মারিও ভিল্লাভারায়ানের তত্ত্বাবধানে সাকিব ফিল্ডিং অনুশীলন করায় বিষয়গুলো চোখ এড়িয়ে গেছে ফিল্ডিং কোচ রায়ান কুকের। ফিল্ডিং কোচ সংবাদ মাধ্যমকেও জানালেন তেমনটা, ‘আমি আসলে দেখিনি। কেননা আমি কাভারে ক্যাচ দিতে ব্যস্ত ছিলাম। সবসময়ই সাকিব দুর্দান্ত সব ক্যাচ নিয়ে থাকে। এ ব্যাপারে তার আগ্রহও খুব ভালো।’ 

ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হতে বাকি আরও দুইদিন। সোমবার পর্যন্ত সাকিবের ব্যাপারটি নিশ্চিত হওয়া যায়নি! যদিও প্রধান কোচ স্টিভ রোডস সাকিবকে পেয়ে বেশ উচ্ছ্বসিত। সোমবার ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ দেখতে তিনি ছিলেন এম এ আজিজ স্টেডিয়ামে। অন্যদিকে তাকে ছাড়া সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুশীলন করেছে টিম বাংলাদেশ। আগের দিন সাকিবকে নেটে দেখে দারুণ সন্তুষ্ট ছিলেন হেড কোচ। বলেছিলেন, ‘ওকে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। আমি বরাবরই বলে আসছি, আগেও বলেছি সাকিব মাস্টার ট্যাকটিশিয়ান। মিরপুর টেস্টে অধিনায়ক হিসেবে রিয়াদ বেশ ভালো করেছে। তবে সাকিব মানের একজন, ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ওর চাতুর্য ও ট্যাকটিকাল সচেতনতা বাংলাদেশ দলের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। আমরা ওকে স্বাগত জানাচ্ছি।’

ফিল্ডিং করতেও সমস্যা হয়নি পুরোপুরি ছন্দে না ফেরায় ২২ নভেম্বর প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যদিও ম্যাচের আগে আরও দুইদিন সময় হাতে আছে। সাকিবের মতো ক্রিকেটারদের জন্য যথেষ্ট সময়। কারণ ব্যাটিং-ফিল্ডিংয়ে সমস্যা থাকলেও বোলিংয়ে কোন সমস্যা নেই তার। সোমবার নেটে টানা বোলিং করে গেছেন নির্বিঘ্নে।

এমন অবস্থায় দেশের মাটিতে সবশেষ দুটি টেস্ট সিরিজ খেলতে পারেননি। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টে টস করতে নামলে; তার জন্যে এটিই হবে এই দফায় নেতৃত্ব পাওয়ার পর দেশের মাটিতে প্রথম টেস্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’