X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে সৌম্য-মিঠুনের সপ্রতিভ ব্যাটিং

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৯ নভেম্বর ২০১৮, ১৭:৩১আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৭:৫৩

খেলা শেষে দুই দলের খেলোয়াড়-কর্মকর্তাদের করমর্দন দুই দিনের ম্যাচে রেজাল্ট আসার সম্ভাবনা সব সময়ই শূন্যের কাছাকাছি থাকে। চট্টগ্রামে বিসিবি একাদশ-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচও ড্র হলো অনুমিতভাবে। তবে অমীমাংসিত লড়াইয়ে সৌম্য সরকারের সপ্রতিভ ব্যাটিং আত্মবিশ্বাস ছড়িয়ে দিলো স্বাগতিকদের মধ্যে।

রবিবার ম্যাচের প্রথম দিন ৭ উইকেটে ৩০৩ রান তুলেছিল ক্যারিবীয়রা। সোমবার সকালে অতিথিরা ইনিংস ঘোষণা করলে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। এমএ আজিজ স্টেডিয়ামে ব্যাট হাতে দুর্দান্ত সূচনা হয়েছে স্বাগতিকদের। সৌম্য আর সাদমান ইসলাম গড়েছেন ১২৬ রানের উদ্বোধনী জুটি। 

লাঞ্চের সময় স্কোর ছিল বিনা উইকেটে ৮৫। তখন সৌম্য ৪৩ ও সাদমান ৪১ রান নিয়ে ব্যাট করছিলেন। দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টাতেও দুই ওপেনার ছিলেন অবিচল। এরপরই অবশ্য শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরে আসেন সৌম্য। ১০৩ বলে ৭৮ রানের চমৎকার ইনিংসটা তিনি সাজিয়েছেন ১০টি চার ও তিনটি ছক্কায়।

সৌম্যর বিদায়ের পর নাজমুল হোসেন শান্তর (২১) সঙ্গে ৪৭ রানের আরেকটি ভালো জুটি গড়েছেন সাদমান। তবে তিনিও ফিরেছেন সত্তরের ঘরে। তা-ও আবার রান আউটের শিকার হয়ে! সাদমানের ১৬৯ বলে ৭৩ রানের আক্ষেপ জাগানো ইনিংসে ছিল ১০টি চার ও একটি ছক্কা।

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণে টেস্ট দল থেকে বাদ পড়া লিটন দাস আবার ব্যর্থ। এশিয়া কাপের ফাইনালে দারুণ সেঞ্চুরি করা এই উইকেটকিপার-ব্যাটসম্যান আজ ১ রান করেই বোল্ড। তবে চট্টগ্রাম টেস্টের দলে থাকা মোহাম্মদ মিঠুন সদ্ব্যবহার করেছেন সুযোগের। ২৭ রানে অপরাজিত থেকে ফিরেছেন তিনি। ৭৫ ওভার ব্যাট করার সুযোগ পাওয়া বিসিবি একাদশ খেলা শেষ করেছে ৫ উইকেটে ২৩২ রান নিয়ে।

ক্যারিবীয়দের পক্ষে শ্যানন গ্যাব্রিয়েল দুটি এবং কেমার রোচ ও জোমেল ওয়ারিকান একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক