X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম টেস্টে সুযোগ পেলেন সাদমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ১৮:১১আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৮:৪০

প্রস্তুতি ম্যাচে ৭৩ রানের চমৎকার ইনিংসের পুরস্কার পেলেন সাদমান প্রথমে ছিল ১৩ সদস্যের দল। হঠাৎ সাদমান ইসলামের অন্তর্ভুক্তিতে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল এখন ১৪ জনের। সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে  সাদমানকে দলে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

এমএ আজিজ স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে দারুণ ইনিংসের উপহার যে এত তাড়াতাড়ি পাবেন, তা বোধহয় কল্পনাও করেননি ২৩ বছর বয়সী বাঁহাতি ওপেনার। ঘরোয়া ক্রিকেটে অবশ্য এ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স সাদমানের। সদ্যসমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে ৬ ম্যাচে ৬৪.৮০ গড়ে ৬৪৮ রান করেছেন তিনি, যেখানে ছিল দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও সাদমান।

এমন পারফরম্যান্সের জন্যই সুযোগ পান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। আর শুরুতেই বাজিমাত। রোচ-গ্যাব্রিয়েলকে নিয়ে গড়া ক্যারিবীয়দের দুর্দান্ত পেস আক্রমণ স্বচ্ছন্দে সামলে ৭৩ রানের চমৎকার ইনিংস খেলেছেন সাদমান। ২৩০ মিনিট এবং ১৬৯ বল স্থায়ী ইনিংসটা মাঠে বসে দেখেছেন জাতীয় দলের কোচ স্টিভ রোডস এবং নির্বাচক হাবিবুল বাশার। দুর্ভাগ্যজনক রান আউটের শিকার না হলে হয়তো সেঞ্চুরিও পেতেন তরুণ ওপেনার।

২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা সাদমানের বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ভালোই পারফরম্যান্স। ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭টি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরি সহ ৪৬.৫০ গড়ে তিন হাজার ২৩ রান করেছেন তিনি। চট্টগ্রাম টেস্টে একাদশে সুযোগ পেলে কী করেন সেটাই এখন দেখার!

প্রথম টেস্টে বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো