X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তের গোলে ফাইনালে বসুন্ধরা কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ২০:৩৭আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২০:৪০

জয়ের নায়ক সবুজের জার্সি খুলে গোল উদযাপন নির্ধারিত ৯০ মিনিটে গোল হয়নি। অতিরিক্ত সময়েও গোল হচ্ছিল না কিছুতেই। সবাই যখন মনে-মনে টাইব্রেকারের জন্য প্রস্তুত হচ্ছে ঠিক তখনই লক্ষ্যভেদ! ১১৮ মিনিটে তৌহিদুল আলম সবুজের মহামূল্যবান গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। ২৩ নভেম্বর শিরোপা জয়ের লড়াইয়ে নবাগত দলটির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিয়াস ও কিরগজিস্তানের মিডফিল্ডার বখতিয়ারকে একাদশে রাখেনি বসুন্ধরা। তবে আক্রমণে নবাগতরাই ছিল এগিয়ে। যদিও ম্যাচের প্রথম আক্রমণ ছিল শেখ রাসেলের। কিন্তু সপ্তম মিনিটে উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশেরের জোরালো শট চলে যায় বসুন্ধরা গোলকিপার আনিসুর রহমান জিকোর গ্রিপে।      

দুই মিনিট পর বসুন্ধরা কিংসের সহজ সুযোগ হাতছাড়া হয়। ডান প্রান্ত থেকে আসা ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে ফাঁকায় পেয়ে গেলেও মাহবুবুর রহমান সুফিল ঠিকমতো প্লেসিং করতে পারেননি। তার শট কোনও রকমে ফিরিয়ে দেন শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা। এরপর মাশুক মিয়া জনির ফিরতি শট গোল লাইনে শুয়ে পড়ে ঠেকিয়ে দেন নাইজেরিয়ান ডিফেন্ডার আলিসন উদোকা।

২৩ আর ৩১ মিনিটে আরও দুটো ভালো সুযোগ পায় বসুন্ধরা। প্রথমবার মোহাম্মদ ইব্রাহিমের জোরালো শট ফিরিয়ে দেন গোলকিপার। পরেরবার কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল  কোলিনদ্রেসের জোরালো শট ক্লিয়ার করেন শেখ রাসেলের এক ডিফেন্ডার। বিরতির ঠিক আগে শেখ রাসেলও সুযোগ পেয়েছিল। কিন্তু  বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো-ইন থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোইনের দুর্বল হেড চলে যায় গোলকিপারের গ্রিপে।

বিরতির পরও ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াই। ৫৯ মিনিটে কোলিনদ্রেসের গড়ানো শট চলে যায় সাইড বার ঘেঁষে। ৬৬ মিনিটে শেখ রাসেলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স রাফায়েল ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জোরালো শট নিলেও গোলকিপার ফিরিয়ে দেন। ৮৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার হোর্হে গোতর ব্লাসের শট ক্রসবারে বাধা পেয়ে আবার হতাশ করে বসুন্ধরাকে।

অতিরিক্ত সময়েও সুযোগ পেয়েছে দুই দল। অনেক অপেক্ষার পর ১১৮ মিনিটে ভাগ্য নির্ধারণ হয়েছে ম্যাচের। কোলিনদ্রেসের দূরপাল্লার শট পোস্টে লেগে ফেরার পর বদলি ফরোয়ার্ড সবুজ গোল করে ফাইনালে নিয়ে গেছেন বসুন্ধরা কিংসকে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না