X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অনুশীলনেও অদম্য মুশফিক

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২০ নভেম্বর ২০১৮, ২১:০৫আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:১৫

নেটে গ্র্যানাইটের স্ল্যাব পেতে মুশফিকের অনুশীলন ঘড়ির কাঁটায় তখন ঠিক একটা। সবার আগে মাঠে পা রাখলেন মুশফিকুর রহিম। আগের রাতে জানানো হয়েছিল, মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন হবে টিম বাংলাদেশের। ঐচ্ছিক হলেও মুশফিকের পরিশ্রম নজর কাড়লো অনেকেরই। বাস থেকে নেমে সরাসরি চলে গেলেন নেটে। প্রায় সোয়া এক ঘণ্টা ব্যাটিং প্র্যাকটিস করে নেট বোলারদের রীতিমতো ক্লান্ত করে দিলেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। একজন পেসারকে স্লো বোলিং করতে দেখে দুষ্টুমি করে বললেন, ‘কী, ক্লান্ত হয়ে পড়েছো!’

২০ মিনিট বিশ্রাম নিয়ে মুশফিক এরপর ছুটলেন দক্ষিণ পাশের নেটে। ওখানে উইকেটের মাঝ বরাবর বসানো হয়েছে গ্র্যানাইটের স্ল্যাব। বোলিং মেশিনে চলছিল শুধু শর্ট বলের অনুশীলন। উইকেটে বসানো গ্র্যানাইটের স্ল্যাবে বল ফেলা হচ্ছিল, আর বল লাফিয়ে ছুটে আসছিল মুশফিকের বুক-ঘাড় বরাবর। কাভার ড্রাইভ-পুল-হুকের পাশাপাশি শর্ট বলের ডিফেন্স আর ছেড়ে দেওয়ার অনুশীলন করলেন বাংলাদেশের সেরা উইকেট কিপার-ব্যাটসম্যান। ক্যারিবিয়ান ফাস্ট বোলারদের ভাবনা মাথায় রেখেই এমন অনুশীলন সেরে রাখলেন মুশফিক। ৩০ মিনিট ধরে চললো গ্র্যানাইটের স্ল্যাবে ব্যাটিং অনুশীলন।

ক্যারিয়ারের শুরু থেকেই কঠোর পরিশ্রমী মুশফিক। অনেকের মতেই বাংলাদেশের টেকনিক্যালি সেরা ব্যাটসম্যান তিনি। তার প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই। তবে অনুশীলনে তার হাড়ভাঙা পরিশ্রমের কথা অনেকেরই অজানা।  মঙ্গলবার আইসিসি প্রকাশিত র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ১৮ নম্বরে উঠে এসেছেন মুশফিক, পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ২১৯ রানের অনবদ্য ইনিংসের পুরস্কার।

শচীন টেন্ডুলকারের মতো মুশফিকও একই নীতিতে বিশ্বাসী। শুধু প্রতিভা থাকলেই হবে না, সেটাকে ঘষামাজা করে ঝকঝকে করে তুলতে হবে। তাই ইতিহাসের সফলতম ব্যাটসম্যান টেন্ডুলকারের মতো মুশফিকও অনুশীলনে ভীষণ সিরিয়াস। ঐচ্ছিক অনুশীলনও তিনি মিস করেন না কিছুতেই। কঠোর পরিশ্রম করে নিজেকে নিয়ত শাণিত করছেন, দলকে এনে দিচ্ছেন মূল্যবান রান। মুশফিকের কঠোর পরিশ্রম অনুপ্রাণিত করছে দলের তরুণ খেলোয়াড়দেরও। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি