X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইনজুরি নিয়েই জয়ের নায়ক সবুজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ২১:৩৫আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:৪৪

সবুজকে ঘিরে বসুন্ধরা কিংসের জয়োৎসব দুই দিন আগে অনুশীলনের সময় উরুতে ব্যথা পেয়েছিলেন তৌহিদুল আলম সবুজ। সেমিফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। বেশ ঝুঁকি নিয়েই তাকে ৭০ মিনিটের সময় মাঠে নামিয়েছেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। আর শেষ মুহূর্তে সবুজের গোলেই শেখ রাসেলকে ক্রীড়া চক্রকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে নবাগত দলটি।

নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল হচ্ছিল না কিছুতেই। অবশেষে ১১৮ মিনিটে গোল করেন সবুজ। আর সেই গোলেই বসুন্ধরার সামনে শিরোপার হাতছানি।

ম্যাচ শেষে সবুজকে ঘিরে ছিল বসুন্ধরার জয়োৎসব। বিজয়ী দলের সমর্থকরা তাকে কাঁধে নিয়ে মেতে উঠলেন উল্লাসে। দলকে ফাইনালে তুলে সবুজের মনেও বাঁধভাঙা উচ্ছ্বাস, ‘আমার আত্মবিশ্বাস ছিল মাঠে নামতে পারলে গোল পাবো। তাই ইনজুরি নিয়ে দলের প্রয়োজনে মাঠে নেমেছিলাম। মাঠে মুভ করতে সমস্যা হচ্ছিল, কিন্তু হতোদ্যম হইনি। শেষ পর্যন্ত সফল হয়েছি, আমার গোলে দল ফাইনালে উঠেছে। ফাইনালে খেলার সুযোগ পেলে গোল করতে চাই।’

সবুজ অবশ্য বড় ব্যবধানে জয়ের আশাই করেছিলেন, ‘আমাদের বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয়েছে। আমরা নির্ধারিত সময়েই গোল পেতে পারতাম। হয়তো বড় ব্যবধানে জিততেও পারতাম।’

খেলা শেষে সবুজের প্রশংসা করে বসুন্ধরার কোচ ব্রুজন বলেছেন, ‘ইনজুরি থাকার পরও সবুজকে মাঠে নামিয়েছি। আমার বিশ্বাস ছিল সে গোল পাবে। আমি তার পারফরম্যান্সে খুশি, সে খুব ভালো খেলেছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা