X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবারও আর্জেন্টিনার সামনে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ২২:৫২আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:৫২

আবারও আর্জেন্টিনার সামনে মেক্সিকো বছরের শেষ ম্যাচ, জয় দিয়ে রাঙিয়ে নিতে চাইবে সব দলই। আর্জেন্টিনা-মেক্সিকোর লক্ষ্যটাও অভিন্ন। তিন দিনের ব্যবধানে দল দুটি আবার মুখোমুখি হচ্ছে। এস্তাদিও মালভিনাস আর্জেন্টিনাসে বাংলাদেশ সময় আগামীকাল (বুধবার) ভোর ৬টায় মাঠে নামবে আর্জেন্টিনা-মেক্সিকো।

এবারের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথম ম্যাচে কনকাকাফ অঞ্চলের দলের মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা। কর্দোবার ওই ম্যাচে আর্জেন্টিনা পেয়েছিল ২-০ গোলের জয়। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে বছরের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় লাতিন আমেরিকার দলটি। ২০১৯ সালের মার্চের আগে কোনও ম্যাচ না থাকায় মেক্সিকোর বিপক্ষে জিতে সমর্থকদের নতুন বছরের উপহার দেওয়ার লক্ষ্য তাদের।

মেক্সিকো আবার আগের ম্যাচে হতাশা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া। প্রতিপক্ষ একই হওয়ায় প্রতিশোধ পর্বটাও সেরে নেওয়ার লক্ষ্য তাদের। তবে তাদের একাদশে যে পরিবর্তন আসছে, সেটা নিশ্চিত। কারণ প্রথম ম্যাচের পর নিজেদের ক্লাবে ফিরে গেছেন গুইলারমো ওচোয়া, রাউল জিমেনেস ও মিগেল লায়ুন।

আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনিও পরিবর্তন আনছেন দলে। মেক্সিকোর বিপক্ষে আগের ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ এবার ‘নতুনদের’ সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বিবেচনায় থাকবেন তরুণ খেলোয়াড়রা। সেই একাদশে মাউরো ইকার্দি ও এরিক লামেলার থাকার সম্ভাবনা বেশি।

লিওনেল মেসিকে ছাড়া আরেকটি প্রীতি ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে আলবিসেলেস্তেদের বাদ পড়ার পর থেকে বার্সেলোনা ফরোয়ার্ড দলের বাইরে। যদিও দেশটির ফুটবল ফেডারেশন থেকে শুরু করে কোচ-খেলোয়াড়দের বিশ্বাস, নতুন বছরে আর্জেন্টিনা দলে ফিরবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!