X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নেইমারের চোটের দিনে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ১০:৪৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৬:২৩

একমাত্র গোলটি করেন রিচার্লিসন। বিশ্বকাপের পর টানা জয়ের ধারাতেই রইলো ব্রাজিল। প্রীতি ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ ম্যাচ জয়ের স্বাদ নিলো তিতের দল। তবে জয়ের দিনে দুঃসংবাদ বয়ে এনেছে নেইমারের চোট।

ম্যাচের শুরুতেই ধাক্কা হয়ে আসে অধিনায়ক নেইমারের চোট। সাত মিনিটে কুঁচকির এই চোট প্যারিস সেন্ত জার্মেই স্ট্রাইকারকে পাঠিয়ে দেয় মাঠের বাইরে। শুরুর এই ধাক্কা কাটিয়ে নিতে সময় লাগে তার দলের। তার বদলে রিচার্লিসন  নামলে শুরুর সেই পরিস্থিতি পাল্টে দিতে পারে তিতের দল। ধীরে ধীরে সময় নিয়ে প্রথমার্ধের ৪৫ মিনিটে একমাত্র গোলটি করেন রিচার্লিসন। প্রধমার্ধের বিরতির আগে কর্নার থেকে দারুণ হেডে জালে বল জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধের পর ব্রাজিল আরও খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকে ধীরে ধীরে। যদিও এই খোলস ছেড়ে বেরিয়ে আসাতে স্কোর লাইনে আর হেরফের হয়নি। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন জেসুস। তার শট গিয়ে লেগে যায় পোস্টে। এরপর আর্থার মেলোর শট গিয়ে লাগে বারের উপরে। রিচার্লিসনের শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক।

শেষ ম্যাচেও অবশ্য গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি রিচার্লিসন। সেই সুযোগ হাত ছাড়ায় হতাশা ঝরেছে রিচার্লিসনের কণ্ঠে, ‘শেষ খেলায় আমার সুযোগ ছিলো কিন্তু কাজে লাগাতে পারিনি।’ তবে আজকে স্কোরশিটে নাম উঠাতে পেরে সন্তুষ্ট ব্রাজিলীয় এই তারকা, ‘আজ আমি আরও মনোযোগ দিতে পেরেছিলাম। আরও বেশি জায়গা নিয়ে খেলার সুযোগ হয়েছিলো। তাই স্কোরের সুযোগ আসে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!