X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ক্যাম্পে যোগ দেননি সাঁতারের ‘স্বর্ণ-কন্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৮, ২০:১৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ২০:২০

গত এসএ গেমসে দুটো সোনা জিতলেও আর জাতীয় দলের হয়ে খেলতে চান না শীলা দু বছর আগে ভারতের শিলিগুড়ি-গৌহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসের সাঁতারে ‍দুটো সোনা জিতেছিলেন মাহফুজা আক্তার শীলা। স্বাভাবিকভাবে তাকে ঘিরে আগামী বছরের এসএ গেমসেও সাফল্যের স্বপ্ন দেখছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের ‘স্বর্ণ-কন্যা’ ১ নভেম্বর শুরু হওয়া জাতীয় দলের আবাসিক ক্যাম্পে যোগ দেননি এখনও।

ক্ষোভ থেকেই ক্যাম্পে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এসএ গেমসে ১০০ ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনাজয়ী শীলা। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ক্যাম্পে যোগ দিয়ে কী হবে? সাঁতার ফেডারেশনের কর্মকর্তারা মনে করেন আমাকে দিয়ে নাকি কিছু হবে না! তাই ক্যাম্পে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার দল নৌবাহিনীর মাধ্যমে চিঠি দিয়ে জানিয়েও দিয়েছি। আগামী বছর কাঠমান্ডু এসএ গেমসে অংশ নেওয়ার কোনও ইচ্ছে নেই আমার। আর জাতীয় দলে নয়, এখন থেকে শুধু নৌবাহিনীর জন্য খেলবো।’

গত বছর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের পর শীলার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে ফেডারেশনের। বাকুতে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নিজের সেরা টাইমিং করলেও আর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাননি তিনি।

এ নিয়ে শীলার তীব্র আপত্তি, ‘কমনওয়েলথ গেমস সহ অন্য প্রতিযোগিতায় আমার জায়গায় যাদের পাঠানো হয়েছিল তাদের কী হিসেবে নেওয়া হয়েছিল? তাদের কী যোগ্যতা ছিল? আমি বাকুতে ভালো টাইমিং করেও জাতীয় দলে আর সুযোগ পাইনি। এভাবে বঞ্চিত করা হলে জাতীয় দলের হয়ে কেন খেলবো?’

শীলা ক্যাম্পে যোগ না দেওয়ায় ফেডারেশন কর্মকর্তারাও বিব্রত। সাঁতার ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া যত দ্রুত সম্ভব দুই পক্ষের মধ্যে সমঝোতার আশ্বাস দিয়েছেন, ‘আমরা এখনও মনে করি শীলা দেশের অন্যতম সেরা সাঁতারু। নিয়মিত অনুশীলন করলে তার পক্ষে আবারও এসএ গেমসে সোনা জেতা সম্ভব। আমরা শিগগিরই সভায় বসে তার বিষয়ে সিদ্ধান্ত নেবো। আশা করি, দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা