X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফ্রেন্ডলি হুইলচেয়ার ক্রিকেট অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:১২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:১৯

চ্যাম্পিয়ন লাল দল 'বিশ্ব প্রতিবন্ধী দিবস' উপলক্ষে সোমবার হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ খামারবাড়ির ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট অ্যাকাডেমিতে আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল ডে অব পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি ফ্রেন্ডলি হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮’।

এদিন সকাল সাড়ে ৮টায় র‍্যালির মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে হুইলচেয়ার ক্রিকেট সবুজ একাদশ দল ও  হুইলচেয়ার ক্রিকেট লাল একাদশ দল অংশগ্রহণ করে। সবুজ দলের নেতৃত্ব দেন মোহাম্মদ মহসিন এবং তার ডেপুটি হিসেবে ছিলেন মো. রিপন উদ্দীন। লাল দলের নেতৃত্ব দেন নূর নাহিয়ান এবং তার ডেপুটি হিসেবে ছিলেন উজ্জ্বল বৈরাগী।

টুর্নামেন্টটে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সবুজ একাদশ ৯ উইকেটে করে ১৬১ রান। জবাবে অধিনায়ক নূর নাহিয়ানের ৫৫ রান ও লিটনের অপরাজিত ৬৬ রানে ভর করে লাল একাদশ ১১ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায়।

দ্বিতীয় ম্যাচে লাল একাদশ প্রথমে ব্যাটিংয়ে নেমে উজ্জ্বলের অপরাজিত ৫৫ রানে ভর করে ১৩৩ রান করে। ১৩৪ রানের টার্গেটে সবুজ দল ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মো. মহসিন (৪১) ও সাজ্জাদের (৫৪*) ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছালেও উজ্জ্বলের বোলিং নৈপুণ্যে ৪ রানে জেতে লাল একাদশ।

ফ্রেন্ডলি হুইলচেয়ার ক্রিকেট অনুষ্ঠিত লাল দল ২-০ ব্যবধানে টুর্নামেন্টটি জেতে। প্রথম ম্যাচে ৪৪ রানে ১ উইকেট, ২টি রান আউট ও ব্যক্তিগত ৫৫ রানের জন্য ম্যাচসেরা হন লাল দলের অধিনায়ক নূর নাহিয়ান ও দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ২ উইকেট নিয়ে ও ব্যক্তিগত ৫৪ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন লাল দলের সহ-অধিনায়ক উজ্জ্বল বৈরাগী।

টুর্নামেন্টের সর্বোচ্চ ৮৪ রান সংগ্রহ করে ‘বেস্ট ব্যাটসম্যান’ হন সবুজ দলের সাজ্জাদ হোসেন এবং সিরিজসেরা হন লাল দলের সহ-অধিনায়ক উজ্জ্বল বৈরাগী।

খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের উপদেষ্টা ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের উপদেষ্টা ও ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা কাজী সাবির ও তামজিদুল ইসলাম কানন, হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের উপদেষ্টা ও বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি জুনায়েদ পাইকার, বিডিক্রিকটাইম ডট কমের সিইও মো. জাবেদ আলী শাওন, ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট অ্যাকাডেমির সভাপতি জাবেদুর রহমান খান এবং ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট অ্যাকাডেমির সাধারণ সম্পাদক আবদুল মজিদ এবং সভাপতি জাবেদুর রহমান খান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা