X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শেষ টেস্ট খেলছেন হাফিজ

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৩৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৩৯

মোহাম্মদ হাফিজ গত আগস্টে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে যাওয়ায় ব্যাট-প্যাড তুলে রাখার চিন্তা করেছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ডাক পেয়েই বাজিমাত করেন পাকিস্তানের এই ওপেনার। তবে আবারও ফর্মহীনতায়, তাতে ঘোষণা দিলেন- নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবিতেই শেষ টেস্ট খেলছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে হাফিজের প্রত্যাবর্তন হয়েছিল সেঞ্চুরি দিয়ে। ইমাম উল হকের সঙ্গে দুবাইয়ে প্রথম ম্যাচে ২০৫ রানের জুটি গড়েন তিনি। কিন্তু ১২৬ রানের দারুণ ম্যাচ খেলার পর গত ৭ ইনিংসের একটিতেও ২০ রানের কোটা পার করতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের চার ইনিংসে কেবল ৩৯ রান হাফিজের, বল হাতে নেই একটি উইকেটও। মঙ্গলবার রানের খাতা না খুলেই ট্রেন্ট বোল্টের শিকার হন তিনি। এবার দ্বিতীয় ইনিংসে বিদায়বেলা রাঙিয়ে দেওয়ার সুযোগ হয়তো নেবেন ৩৮ বছর বয়সী ওপেনার।

দীর্ঘ ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন হাফিজ। ২০০৩ সালে অভিষিক্ত হওয়ার পর ৫৪ টেস্ট খেলে ১০টি সেঞ্চুরিতে রান করেছেন ৩৬৪৪। তার ২২৪ রানের সর্বোচ্চ ইনিংস ছিল ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে।

আবুধাবিতে দ্বিতীয় দিন শেষে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত প্রধান নির্বাচক ইনজামাম উল হককে জানান হাফিজ। তারপরই ঘোষণা দেন আনুষ্ঠানিকভাবে, ‘আজ আমি টেস্ট ক্রিকেট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের হয়ে খেলায় মনোযোগ দিতে চাই এবার। পাকিস্তানের হয়ে আগামী বছরের বিশ্বকাপে খেলার লক্ষ্য আমার। দেশের হয়ে এই দলকে অধিনায়কত্বসহ ৫৫ টেস্ট খেলতে পেরে আমি সম্মানিত। ১৫ বছরের লম্বা ক্যারিয়ারে আমার সামর্থ্যের সবটুকু দিয়ে পারফর্ম করায় সন্তুষ্ট আমি।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়