X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে আদর্শ মেনে মাশরাফির এগিয়ে চলা

রবিউল ইসলাম
০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৫৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৫৪

ছোটবেলা থেকেই মাশরাফির আদর্শ বঙ্গবন্ধু এবারের জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম চমক মাশরাফি মুর্তজা। ওয়ানডে অধিনায়কের রাজনীতিতে প্রবেশ নিয়ে তোলপাড় চলছে দেশে। নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়কের ভাবনায় এখন খেলার পাশাপাশি রাজনীতিও। দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান তিনি, মিলেমিশে কাজ করতে চান সবার সঙ্গে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমে বাংলা ট্রিবিউনকে রাজনৈতিক জীবনের স্বপ্ন-আকাঙ্ক্ষা নিয়ে অনেক কথা বললেন ‘নড়াইল এক্সপ্রেস’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদর্শ মেনে আওয়ামী লীগের রাজনীতিতে আস্থা রাখা মাশরাফির কথা, ‘বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু তার কথা জেনে, উপলব্ধি করে বেড়ে উঠেছি। ছোটবেলা থেকেই তিনি আমার আদর্শ। বাবা-মায়ের কাছে তার কথা শুনেছি, বই পড়ে তাকে জানার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করার চেষ্টা করেছি সবসময়।’

জাতির পিতাকে বুকে ধারণ করে এগিয়ে চলা মাশরাফির লক্ষ্যটা অনেক বড়, ‘আমি চাই মানুষের যেন একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ফিরে আসে। তাহলে আর কোনও সমস্যাই থাকবে না। এই জায়গায় পরিবর্তন আনা গেলে একটা এলাকায় কী আছে বা কী নেই সেটা ম্যাটার করবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলে অনেক কঠিন কাজও সহজে করা সম্ভব।’

তিনি বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়, তরুণদের ‘আইকন’। তাহলে পুরো দেশের কথা না ভেবে কেন শুধু নড়াইলের উন্নয়ন নিয়ে ভাবছেন? প্রশ্নটা উঠতে মাশরাফি জানালেন, নড়াইলকে সামনে রেখে সারা দেশের জন্য একটা উদাহরণ তৈরি করতে চান তিনি, ‘আমি নড়াইলের মানুষ, তাই নিজের এলাকার জন্য কাজ করতে চাই। ওখানে উন্নয়ন হলে পুরো দেশ কি দেখবে না? নড়াইল তো বাংলাদেশের বাইরে নয়। একজন একটা নির্দিষ্ট এলাকায় কাজ করে, আর সেটাই আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে যায়। তাই মাশরাফি শুধু নড়াইলের মানুষ এমন কথা বলা ঠিক নয়।’

এখন তিনি রাজনীতির জগতের মানুষ, সামনে নির্বাচনি বৈতরণী পার হওয়ার চ্যালেঞ্জ। তবে রাজনীতিতে আসার জন্য কম কাঠ-খড় পোড়াতে হয়নি! পরিবারের সদস্যদের কাছ থেকে বাধা এসেছিল। তাদের ‘ম্যানেজ’ করেই মাশরাফি আজ রাজনীতির মাঠে, ‘আসলে রাজনীতি আমার জন্য যেমন নতুন অভিজ্ঞতা, তেমনি আমার পরিবারের সদস্যদের কাছেও এটা নতুন। এর সঙ্গে মানিয়ে নিতে সবার তো একটু সময় লাগবেই। আস্তে আস্তে তাদের কাছে এটা স্বাভাবিক হয়ে যাবে।’

মাশরাফির বিশ্বাস, ঐক্যবদ্ধ থাকতে পারলে অনেক কঠিন কাজও করা সম্ভব রাজনীতিতে প্রবেশ নিয়ে নড়াইলবাসী কী ভাবছেন তা অবশ্য এখনও অজানা মাশরাফির, ‘ওয়ানডে সিরিজ শেষে বাড়ি গিয়ে নড়াইলের মানুষের প্রতিক্রিয়া বুঝতে পারবো। আমি সব কিছু গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত। ভালো কাজ করতে পারলে সবার ভালোবাসা পাওয়া যাবেই। কেউ কেউ হয়তো সমালোচনা করবে। তবে সেটা নিয়ে ভাবছি না।’

রাজনীতিতে আসার পর শুধু ইতিবাচক নয়, নেতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছেন মাশরাফি। কিন্তু এ নিয়ে কোনও অনুযোগ নেই তার, ‘আমি এটা সহজভাবে নেওয়ার চেষ্টা করছি। বিরূপ প্রতিক্রিয়া হতেই পারে। আমি আসলে দেখছি, সব কিছু পর্যবেক্ষণ করছি। আপাতত দেখা ছাড়া কিছু করার নেই আমার। জীবনে অনেক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।’

সমালোচকদের প্রতি মাশরাফির বার্তা, ‘আমি তো কারও মাইন্ড চেঞ্জ করতে পারবো না। আমি শুধু নিজের এলাকায় ‍সুস্থ রাজনীতির মাধ্যমে ভালো কাজের চেষ্টা করতে পারবো। আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের সব রাজনৈতিক দলকে বুঝতে হবে, আমাদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজ করা সম্ভব। এছাড়া আর কোনও রাস্তা নেই। আমি নিজের জায়গা থেকে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার চেষ্টা করবো। সবাইকে বুঝতে হবে, কাদা ছোড়াছুড়ি করে কোনও লাভ নেই।’

সামনে ওয়ানডে সিরিজ, তারপর নির্বাচন। ক্রিকেট মাঠে সাফল্য পেয়েছেন অনেক। এবার রাজনীতির মাঠেও সফল হওয়ার লক্ষ্য মাশরাফির, ‘আমি মানুষের জন্য কাজ করতে চাই, নির্বাচন করে দেশের জন্য কিছু করতে চাই। আশা করি, ভালো কিছু দিতে পারবো দেশকে।’

মাশরাফির কাছে দেশের মানুষেরও তেমনই প্রত্যাশা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!