X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

তামিম-মাশরাফির ‘প্রস্তুতি’ ম্যাচ বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ২২:৪৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২২:৪৭

বিকেএসপির প্রস্তুতি ম্যাচটি মাশরাফি-তামিমের জন্যও গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের আগে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার সকাল ৯টায় বিকেএসপিতে শুরু হতে যাওয়া এই ম্যাচে ক্যারিবীয়দের প্রতিপক্ষ বিসিবি একাদশ। শুধু অতিথি দল নয়, অনেক দিন মাঠের বাইরে থাকা মাশরাফি মুর্তজা আর তামিম ইকবালের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর প্রায় দেড় মাস কোনও ম্যাচ খেলেননি মাশরাফি। তামিম মাঠের বাইরে আরও বেশি দিন। সেপ্টেম্বরের মাঝামাঝি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হাতের ইনজুরিতে পড়ার পর থেকে জাতীয় দলের বাইরে দেশসেরা ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু সাইড স্ট্রেইন ইনজুরি আবার পিছিয়ে দেয় ফেরা।

তামিম এখন সম্পূর্ণ সুস্থ, তাই সুযোগ পেয়েছেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। তার আগে বিকেএসপির প্রস্তুতি ম্যাচটি তাকে সাহায্য করবেই। মাশরাফির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় মাঝে কিছু দিন অনুশীলনে মন দিতে পারেননি। ৯ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে টস করতে নামার আগে নিজেকে প্রস্তুত করার ভালো সুযোগ পাচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’।

মাশরাফি-তামিমের সঙ্গে ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপুকে নিয়ে শক্তিশালী দলই গড়েছে বিসিবি একাদশ।

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ক্যারিবীয়রাও তাকিয়ে প্রস্তুতি ম্যাচের দিকে। অতিথিদের টপ অর্ডার ব্যাটসম্যান শাই হোপ বলেছেন, ‘কালকের (বৃহস্পতিবার) ম্যাচ থেকে আমাদের যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ম্যাচে ভালো খেলার আত্মবিশ্বাস নিয়ে আমরা ওয়ানডে সিরিজে নামতে চাই। আশা করি, ওয়ানডে সিরিজে আমরা ভালো করতে পারবো।’

বিসিবি একাদশ:

মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলী, রুবেল হোসেন, মৃতুঞ্জয় চৌধুরী, শাহীন আলম, মেহেদী হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।

ওয়েস্ট ইন্ডিজ:

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কিয়েরন পাওয়েল, ফাবিয়ান অ্যালেন, কেমার রোচ, সুনিল আম্ব্রিস ও ওশানে থমাস।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট