X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গার্দিওলার মতো সময় চাই চেলসি কোচের

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১২:২৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:৩২

পেপ গার্দিওলার সঙ্গে মাউরিসিও সারি শুরুটা দারুণ হয়েছিল তার চেলসিতে। তবে ইংলিশ ফুটবলের কঠিন লড়াইয়ে দিন দিন পিছিয়ে পড়ছেন ব্লুদের কোচ মাউরিসিও সারি। চাপটাও বেড়ে চলেছে। মৌসুম শেষে চাকরি থাকবে কিনা, সেই প্রশ্নও জমাট বাঁধতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ইতালিয়ান কোচ ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার প্রথম মৌসুমকে উদাহরণ হিসেবে উপস্থাপন করেছেন।

নাপোলি ছেড়ে এবারের মৌসুমে চেলসিতে যোগ দিয়েছেন সারি। শুরুটা তার স্বপ্নের মতো হলেও হঠাৎই লাইনচ্যুত চেলসি-গাড়ি। শীর্ষে থাকা ম্যানসিটি থেকে ১০ পয়েন্টে পিছিয়ে আছে তারা। চতুর্থ স্থানে থাকায় চ্যাম্পিয়নস লিগের জায়গাও নড়বড়ে। বিশেষ করে, আজই (শনিবার) যখন ম্যানসিটির মুখোমুখি হতে হচ্ছে, তখন চতুর্থ স্থান হারানোর ভয় আরও বেশি চেপে ধরছে।

১৫ ম্যাচ শেষে কোনও উপসংহারে পৌঁছানো কঠিন। এরপরও ইংলিশ মিডিয়ায় সারির চাকরি নিয়ে কথা উঠেছে। শিরোপা দৌড় থেকে অনেকটা পিছিয়ে যাওয়া চেলসি চ্যাম্পিয়নস লিগের জায়গায় থাকতে না পারলে ক্লাব কর্তৃপক্ষ রাখবে কিনা, এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল তার সামনে। সংবাদ সম্মেলনে সারি পাল্টা প্রশ্ন ‍ছুড়লেন এই বলে, ‘আপনি ক্লাবকে জিজ্ঞেস করুন। আমি জানি না উত্তরটা কী হবে। একটা বিষয় মনে রাখা দরকার, ম্যানসিটিতে যদি গার্দিওলা সময় না পেতেন, তাহলে কী হতো?’

চাকরির বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নন সারি। নিজের কাজের প্রতি তার সব মনোযোগ, ‘আমার কাজ হলো খেলোয়াড়দের খেলার উন্নতি করা, তাদের সমস্যা সমাধান করা এবং অনেক বেশি পয়েন্ট অর্জর করা। এরপর ক্লাবই ঠিক করবে তাদের জন্য কোনটা ভালো।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!