X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন আমির

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১৪:১১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৪:১১

পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন আমির বোলিংয়ের সেই ধার খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবস্থা এতটাই বেগতিক যে, দল থেকেই বাদ পড়ে গেলেন মোহাম্মদ আমির! তবে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ দিয়ে ফিরলেন এই পেসার। তার সঙ্গে ফিরেছেন লেগ স্পিনার শাদাব খান। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নের ম্যাচ দিয়ে।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাককে বিদায় জানানো মোহাম্মদ হাফিজের জায়গায় পূরণে জাতীয় দলের দরজা খুলে গেছে শান মাসুদের। ২০০৬ সালে হ্যামিল্টনে কিউইদের বিপক্ষে একটিমাত্র টেস্ট খেলা মোহাম্মদ রিজওয়ান সুযোগ পেয়েছেন ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে।

অবসর নেওয়া হাফিজকে বাদ দিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সব শেষ সিরিজের দল থেকে ছিটকে গেছেন অফ স্পিনার বিলার আসিফ, পেসার মীর হামজা ও সাদ আলী।

সীমিত ওভার ক্রিকেটের বাজে ফর্মে পাকিস্তানের তিন ফরম্যাট থেকেই বাদ পড়েন আমির। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে উপেক্ষিত থাকা এই পেসার নিজেকে প্রমাণ করতে বেশি সময় নেয়নি। দলের বাইরে থাকায় ঘরোয়া ক্রিকেটে করেছেন বাজিমাত, কায়েদ-ই-আজম ট্রফিতে ৪ ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট।

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক জানিয়েছেন, আগের দুই সিরিজ থেকে আমিরের বাদ পড়াটা ফর্মের কারণে নয়, ২০১৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর অতিরিক্ত কাজের চাপ থেকে ‘মুক্তি’ দিতেই তাকে বাইরে রাখা হয়েছিল।

সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আমির চমৎকার বোলার, আর আমরা সবাই ওর দক্ষতা সম্পর্কে জানি। তবে ক্রিকেটে ফেরার পর থেকে ওকে অনেক বেশি কাজের চাপ নিতে হয়েছে এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পায়নি। ও সবসময়ই আমাদের পরিকল্পনায় ছিল। ওর ভালোই জন্য ও বাদ পড়েছিল। আর সেটা শুধু ওর বিশ্রামের জন্য নয়, কোন জায়গায় ঘাটতি আছে, সেটা নিয়ে কাজ করার সুযোগও তৈরি হয়েছিল।’

আমিরের সঙ্গে মোহাম্মদ আব্বাস, হাসান আলী, শাহীন আফ্রিদি ও অলরাউন্ডার ফাহিম আশরাফ মিলে পাঁচ পেসার পাকিস্তান দলে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে পেসারদের ওপর জোর দেওয়াটাই স্বাভাবিক। ক্রিকইনফো

স্কোয়াড: ইমাম-উল-হক, ফখর জামান, শান মাসুদ, আজহার আলী, হারিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শাদাব খান, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’