X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাশরাফির মাইলফলকের ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ

রবিউল ইসলাম
০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০০

ক্যারিয়ারের ২০০তম ওয়ানডের আগে একটু ফুটবলও খেলে নিলেন মাশরাফি টেস্ট ক্রিকেটে হোয়াইটওয়াশ করার লক্ষ্য পূরণ হয়েছে কয়েক দিন আগে। এবার রঙিন পোশাকের ক্রিকেট লড়াই। আজ শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৫০ ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল হলেও এই সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে। বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়া মাশরাফি মুর্তজা আজ অনন্য অর্জনের সামনে দাঁড়িয়ে। প্রথম বাংলাদেশি হিসেবে ২০০তম ওয়ানডে খেলতে যাচ্ছেন তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে বেলা একটায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

মাইলফলকের ম্যাচ নিয়ে মাশরাফি অবশ্য বেশ নির্বিকার। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচে জয়। যদিও বাংলাদেশের হয়ে ২০০ ওয়ানডে খেলার সুযোগ পেয়ে ভালোই লাগছে। এটা অবশ্যই বড় অর্জন। কিন্তু জয়ের চেয়ে বড় কিছু আর নেই। ম্যাচটা আমাদের জিততেই হবে।’

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এরপর সেপ্টেম্বরে শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো পরাশক্তিকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছিল। এ বছর ১৭টি ওয়ানডে খেলে ১১টিতেই জয় পেয়েছে মাশরাফির দল। বছরের শেষটাও সাফল্যে রাঙাতে উদগ্রীব ‘নড়াইল এক্সপ্রেস’, ‘এ বছর আমাদের জয়ের হার বেশ ভালো। দুটো ফাইনাল বাদ দিলে আমরা ভালোই খেলেছি। একটা ফাইনাল জিততে পারলে ভালো হতো, বিশেষ করে এশিয়া কাপে। বছরটা ভালোভাবে শেষ করতে পারলে খুব ভালো লাগবে। কারণ সামনের বছরের শুরু থেকে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য।’

দল নিয়ে রণপরিকল্পনা সাজাতে ব্যস্ত বাংলাদেশের কোচ স্টিভ রোডস টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের অনুপস্থিতিতে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া রোভম্যান পাওয়েল বলেছেন, ‘টেস্ট সিরিজ শেষ, এখন আমাদের মনোযোগ সাদা বলের ক্রিকেটে। দলের ছেলেরা অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী। আশা করি, ওয়ানডে সিরিজে আমরা সাফল্য পাবো।’ বাংলাদেশকে হারানোই তার লক্ষ্য, ‘ওয়ানডে সিরিজটা খুব কঠিন হবে। বাংলাদেশ ঘরের মাঠে খুব ভালো দল। ক্যারিবিয়ানে তারা আমাদের হারিয়েছে। এখানে আমরা ঠিক সেটাই করতে চাই। সিরিজটা রোমাঞ্চকর হবে বলেই মনে হচ্ছে।’

ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে অনেক পিছিয়ে থাকলেও (ওয়েস্ট ইন্ডিজের জয় ২০টি, বাংলাদেশের ৯টি) ক্যারিবিয়ান সফর সহ এ বছরের সাফল্যে টাইগাররা আত্মবিশ্বাসে বলীয়ান। ওদিকে অতিথিদের চোখে প্রতিশোধের আগুন। রোমাঞ্চকর সিরিজের প্রত্যাশা করাই যায়! 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ